Ajker Patrika

২২ বছর পর কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
২২ বছর পর কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২২ বছর পালিয়ে থাকার পর কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে র‍্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার মুন্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামি মো. মুর্শিদ কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের আবু জাহেদের ছেলে। 

পুলিশ জানায়, ২০০০ সালে মুর্শিদের (৩৮) বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন এক ভুক্তভোগী। মামলা দায়েরের পর আদালত থেকে তিনি জামিন নেন। জামিন পেয়ে তিনি পালিয়ে যান। 

পরে মুর্শিদের অনুপস্থিতিতে মামলাটির বিচার শেষে ২০১৭ সালে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। 

এর মধ্যে তিনি বিদেশে পাড়ি জমান। দীর্ঘদিন বিদেশে থাকার পর কয়েক মাস আগে তিনি দেশে ফিরে আসেন। কিন্তু গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেন। এভাবে দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকেন। 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ‘গ্রেপ্তার এড়াতে মুর্শিদ দেশ-বিদেশে ২২ বছর যাবৎ পালিয়ে ছিল। তাকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত