আজকের পত্রিকা ডেস্ক
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ছবিতে জুতা নিক্ষেপ এবং কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ’ নামের একটি প্ল্যাটফর্ম এই কর্মসূচি পালন করে।
‘হেইট থ্রো’ কর্মসূচির অংশ হিসেবে এটি পালন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হুসেইন, ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ সময় গেস্টরুম, গণরুম, ভাইটাল প্রোগ্রাম, আধিপত্যবাদেরও কুশপুত্তলিকা দাহ করা হয়। শিক্ষার্থীরা ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার সোনার বাংলায়, মুজিববাদের ঠাঁই নাই/স্বৈরাচারের ঠাঁই নাই’, ‘হাসিনা/সাদ্দাম/কাদের/শয়নের গালে গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সরেজমিনে দেখা যায়, বিকেলে রাজু ভাস্কর্যের পাশে আওয়ামী-ছাত্রলীগের নেতাদের ছবি সংবলিত ব্যানার টানানো হয়। এ সময় একদল শিক্ষার্থী সেখানে জুতা মারার প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৩টি জুতা নিক্ষেপ করার সুযোগ পান। কেউ যদি জুতা নিক্ষেপ করে টানা ৩ বার ব্যানারের নেতাদের গায়ে লাগাতে পারলে তাকে একটি কোমল পানীয় ‘মোজো’ পুরস্কার দেওয়া হয়।
স্টুডেন্টস রাইটস ওয়াচের সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা রাতে বলত, আগামীকাল ভাইটাল প্রোগ্রাম আছে, কেউ অনুপস্থিত থাকলে তাঁকে হল থেকে বের করে দেওয়া হবে। তাঁর ক্লাস পরীক্ষা করতে দিত না, দাসপ্রথার মধ্যে ফেলে দিয়েছিল। আমরা সন্ত্রাসীদের ছবিতে জুতা মারার পাশাপাশি, গেস্টরুম, গণরুম, ভাইটাল প্রোগ্রাম, আধিপত্যবাদ, লেজুড়বৃত্তি, ফ্যাসবাদ, মুজিবাদের টার্মের কবর রচনা করেছি।’
তিনি আরও বলেন, জুলাইয়ের খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের কাছে দাবি জানান এ শিক্ষার্থী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মুজিবের গ্রাফিতিতে জুতা ও কালি নিক্ষেপ
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ‘ঘৃণার’ অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে থাকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিতে জুতা, লাল-কালো কালি নিক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০২২ সালের ২ এপ্রিল ‘চির বিস্ময় বঙ্গবন্ধু’ নামে হলের দেয়াল ঘেঁষে এ গ্রাফিতি আঁকা হয়।
এ সময় শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী আহমেদ আল সাবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীন বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট, স্বৈরাচার ও খুনি শাসক ছিল শেখ মুজিব। সিরাজ শিকদারের হত্যার মাধ্যমে যিনি স্বাধীন দেশে প্রথম আইনবহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা করেন, বাকশাল কায়েমের মধ্য দিয়ে যিনি ফ্যাসিবাদের উত্থান ঘটান, রক্ষীবাহিনী গঠনের মাধ্যমে যিনি তার কুশাসন চালান, সীমাহীন দুর্নীতির মাধ্যমে যিনি সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষের সৃষ্টি করেন। সেই শেখ মুজিবের হাতে গড়া সন্ত্রাসী সংগঠন, খুনি হাসিনার পেটোয়া বাহিনী নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মুজিব হলের সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিস্ট মুজিবের গ্রাফিতিতে জুতা ও রং নিক্ষেপ করে তাঁদের ঘৃণা প্রকাশ করেছে।’
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ছবিতে জুতা নিক্ষেপ এবং কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ’ নামের একটি প্ল্যাটফর্ম এই কর্মসূচি পালন করে।
‘হেইট থ্রো’ কর্মসূচির অংশ হিসেবে এটি পালন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হুসেইন, ঢাবি সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ সময় গেস্টরুম, গণরুম, ভাইটাল প্রোগ্রাম, আধিপত্যবাদেরও কুশপুত্তলিকা দাহ করা হয়। শিক্ষার্থীরা ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আমার সোনার বাংলায়, মুজিববাদের ঠাঁই নাই/স্বৈরাচারের ঠাঁই নাই’, ‘হাসিনা/সাদ্দাম/কাদের/শয়নের গালে গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সরেজমিনে দেখা যায়, বিকেলে রাজু ভাস্কর্যের পাশে আওয়ামী-ছাত্রলীগের নেতাদের ছবি সংবলিত ব্যানার টানানো হয়। এ সময় একদল শিক্ষার্থী সেখানে জুতা মারার প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৩টি জুতা নিক্ষেপ করার সুযোগ পান। কেউ যদি জুতা নিক্ষেপ করে টানা ৩ বার ব্যানারের নেতাদের গায়ে লাগাতে পারলে তাকে একটি কোমল পানীয় ‘মোজো’ পুরস্কার দেওয়া হয়।
স্টুডেন্টস রাইটস ওয়াচের সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা রাতে বলত, আগামীকাল ভাইটাল প্রোগ্রাম আছে, কেউ অনুপস্থিত থাকলে তাঁকে হল থেকে বের করে দেওয়া হবে। তাঁর ক্লাস পরীক্ষা করতে দিত না, দাসপ্রথার মধ্যে ফেলে দিয়েছিল। আমরা সন্ত্রাসীদের ছবিতে জুতা মারার পাশাপাশি, গেস্টরুম, গণরুম, ভাইটাল প্রোগ্রাম, আধিপত্যবাদ, লেজুড়বৃত্তি, ফ্যাসবাদ, মুজিবাদের টার্মের কবর রচনা করেছি।’
তিনি আরও বলেন, জুলাইয়ের খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের কাছে দাবি জানান এ শিক্ষার্থী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মুজিবের গ্রাফিতিতে জুতা ও কালি নিক্ষেপ
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ‘ঘৃণার’ অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে থাকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতিতে জুতা, লাল-কালো কালি নিক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০২২ সালের ২ এপ্রিল ‘চির বিস্ময় বঙ্গবন্ধু’ নামে হলের দেয়াল ঘেঁষে এ গ্রাফিতি আঁকা হয়।
এ সময় শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী আহমেদ আল সাবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীন বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট, স্বৈরাচার ও খুনি শাসক ছিল শেখ মুজিব। সিরাজ শিকদারের হত্যার মাধ্যমে যিনি স্বাধীন দেশে প্রথম আইনবহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা করেন, বাকশাল কায়েমের মধ্য দিয়ে যিনি ফ্যাসিবাদের উত্থান ঘটান, রক্ষীবাহিনী গঠনের মাধ্যমে যিনি তার কুশাসন চালান, সীমাহীন দুর্নীতির মাধ্যমে যিনি সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষের সৃষ্টি করেন। সেই শেখ মুজিবের হাতে গড়া সন্ত্রাসী সংগঠন, খুনি হাসিনার পেটোয়া বাহিনী নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মুজিব হলের সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিস্ট মুজিবের গ্রাফিতিতে জুতা ও রং নিক্ষেপ করে তাঁদের ঘৃণা প্রকাশ করেছে।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে