Ajker Patrika

মধুপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

মধুপুর প্রতিনিধি
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৪: ৩৪
মধুপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত ও অপর চারজন আহত হয়েছে। আজ সকালে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের কাইতকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মো. সাইদুর রহমানের স্ত্রী শারমিন আক্তার (৩২), তার মেয়ে সোহাগী আক্তার (৩) এবং শেরপুর  জেলার শ্রীবর্দী এলাকার মিনার উদ্দিনের ছেলে রাসেল মিয়া (২২)।

পুলিশ ও  প্রত্যক্ষদর্শীরা জানান, মধুপুর বাসস্ট্যান্ড থেকে সকাল পৌনে ৭টার দিকে সিএনজিচালিত অটোরিকশা যাত্রী বোঝাই করে জামালপুরের উদ্দেশে রওনা হয়। অটোরিকশাটি প্রায় দেড় কিলোমিটার যাওয়ার পর মধুপুর-জামালপুর সড়কের কাইতকাই নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে ঘটনাস্থাল থেকে দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে মধুপুরের ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন জানান, হাসপাতালে নিয়ে আসা  রোগীদের মধ্যে শারমীন আক্তার ও তার মেয়ে সোহাগী আক্তারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রাপথে শেরপুর জেলার শ্রীবর্দী এলাকার মিনার উদ্দিনের ছেলে রাসেল মিয়ার মৃত্যু হয়। আহত শারমীন আক্তারের মা রেহেনা বেগম ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, নিহতদের লাশ থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত