Ajker Patrika

নগর ভবনের সব ফটকে তালা ইশরাক সমর্থকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মে ২০২৫, ১৭: ৪১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মূল ফটকসহ সবগুলো ফটকেই তালা দিয়েছে ইশরাক হোসেনের সমর্থকেরা। ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মূল ফটকসহ সবগুলো ফটকেই তালা দিয়েছে ইশরাক হোসেনের সমর্থকেরা। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সবক’টি ফটকেই তালা দিয়েছেন ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবি নিয়ে আসা বিক্ষোভকারীরা। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের সব ধরনের সেবা ও কার্যক্রম বন্ধ রয়েছে। আজ শনিবার তৃতীয় দিনের মতো আন্দোলন চলাকালে এমন ঘটনা ঘটে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকেই সকল প্রবেশপথে তালা দেওয়া হয়। ফলে আজ শনিবার নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ হয়ে আছে। প্রধান ফটকে তালা দেওয়ায় সিটি করপোরেশনের অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহনও ভেতরে প্রবেশ করতে পারছে না।

বিকেল সাড়ে ৩টার দিকে, ফারদীন হাসান নামে একজন প্রত্যয়নপত্র নিতে আসেন নাজিম উদ্দিন রোড থেকে। সেবা কার্যক্রম বন্ধ হওয়ায় তাঁকে ফিরে যেতে হয়েছে।

মো. সালাম নামে নগর ভবনের লিফট অপারেটর বলেন, ‘সকালে এসেছি। অফিস বন্ধ হওয়ায় বাইরেই বসে আছি। বিকেল ৫টা পর্যন্ত ডিউটি টাইম। পাঁচটা বাজলে চলে যাব।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মূল ফটকসহ সবগুলো ফটকেই তালা দিয়েছে ইশরাক হোসেনের সমর্থকেরা। ছবি: আজকের পত্রিকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মূল ফটকসহ সবগুলো ফটকেই তালা দিয়েছে ইশরাক হোসেনের সমর্থকেরা। ছবি: আজকের পত্রিকা

খিলগাঁও থেকে থেকে এসেছেন সেবাপ্রার্থী জহির উদ্দিন। তিনি বলেন, ‘একটা সনদ নিতে এসেছি। এসে দেখি সব বন্ধ। কবে আসব—জিজ্ঞেস করেছি নিরাপত্তা কর্মীদের। তাঁরা বলতে পারছে না কবে থেকে খুলবে অফিস।’

এর আগে, আজ শনিবার সকালের দিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বসানোর দাবিতে তৃতীয় দিনের মতো সড়কে অবস্থান কর্মসূচি শুরু করে তাঁর সমর্থকেরা। এতে করে নগর ভবন সংলগ্ন গুলিস্তান-বঙ্গবাজার সড়কের উভয়পাশে যান চলাচল ব্যাহত হয়।

নগর ভবনের সামনে বিক্ষোভকালে ইশরাক হোসেনের সমর্থকেরা হুঁশিয়ারি দেন যে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। এ সময় তারা আরও জানান, আগামীকাল রোববারও তাদের বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে।

এই নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা বেলা ২টার দিকে আন্দোলনস্থল ত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত