নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের বর্তমান কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, এনামুল হক দুদককে দেওয়া সম্পদ বিবরণীতে ১৭ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ৯৩৩ টাকার সম্পদের কথা উল্লেখ করেন। কিন্তু সংস্থাটির অনুসন্ধানে ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১০৭ টাকা অবৈধ বলে প্রমাণিত হয়।
অনুসন্ধানে প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, এই কাস্টমস কর্মকর্তা দীর্ঘ চাকরি জীবনে অবৈধ আয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাট, বাণিজ্যিক ভবনে ফ্লোরসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে ঢাকার গুলশানে ৩ কাঠা, বসুন্ধরা আবাসিক এলাকায় ৩ কাঠা ও একই স্থানে আরও তিন কাঠা প্লট কেনেন এনামুল। বসুন্ধরার একটি প্লটের ওপর নির্মিত নয় তলা ভবনও রয়েছে তার। এই ভবনের নির্মাণ ব্যয় দুই কোটি টাকারও বেশি বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ হয়েছে।
এ ছাড়াও চট্টগ্রামের নাসিরাবাদে ২০ কাঠা ও ফেনীর সোনাগাজীর দুইটি স্থানে জমি কেনেন বলে মামলার এজাহারে বলা হয়েছে। অন্যদিকে দুদক বলছে, ঢাকার কাকরাইল, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট ও বাণিজ্যিক ভবনে ফ্লোর নিজ নামে ও স্ত্রীর নামে কিনেছেন এনামুল।
২০১৬ সালে গাজীপুরের চন্দনায় ৩০ লাখ টাকা দিয়ে ৫ কাঠা জমি কিনেছেন এনামুল। এ ছাড়া তার নামে ঢাকার শ্যামলী স্কয়ার ও সন্ধানী টাওয়ারেও দুটি বাণিজ্যিক ফ্লোর পাওয়া যায় অনুসন্ধানকালে।
এজাহারে বলা হয় এনামুল হক ১৯৯৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত স্থাবর সম্পদ ২১ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ১২ টাকা ৫৮ লাখ ৩২ হাজার টাকার অস্থাবর সম্পদ ভোগ দখলে রাখেন। যার মধ্যে তিনি নিজেকে ঋণগ্রস্ত বলে দাবি করেন। তবে অনুসন্ধানে ঋণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তাই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় এনামুলের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি।
প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের বর্তমান কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, এনামুল হক দুদককে দেওয়া সম্পদ বিবরণীতে ১৭ কোটি ৭৬ লাখ ৩১ হাজার ৯৩৩ টাকার সম্পদের কথা উল্লেখ করেন। কিন্তু সংস্থাটির অনুসন্ধানে ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ১০৭ টাকা অবৈধ বলে প্রমাণিত হয়।
অনুসন্ধানে প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, এই কাস্টমস কর্মকর্তা দীর্ঘ চাকরি জীবনে অবৈধ আয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাট, বাণিজ্যিক ভবনে ফ্লোরসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে ঢাকার গুলশানে ৩ কাঠা, বসুন্ধরা আবাসিক এলাকায় ৩ কাঠা ও একই স্থানে আরও তিন কাঠা প্লট কেনেন এনামুল। বসুন্ধরার একটি প্লটের ওপর নির্মিত নয় তলা ভবনও রয়েছে তার। এই ভবনের নির্মাণ ব্যয় দুই কোটি টাকারও বেশি বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ হয়েছে।
এ ছাড়াও চট্টগ্রামের নাসিরাবাদে ২০ কাঠা ও ফেনীর সোনাগাজীর দুইটি স্থানে জমি কেনেন বলে মামলার এজাহারে বলা হয়েছে। অন্যদিকে দুদক বলছে, ঢাকার কাকরাইল, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট ও বাণিজ্যিক ভবনে ফ্লোর নিজ নামে ও স্ত্রীর নামে কিনেছেন এনামুল।
২০১৬ সালে গাজীপুরের চন্দনায় ৩০ লাখ টাকা দিয়ে ৫ কাঠা জমি কিনেছেন এনামুল। এ ছাড়া তার নামে ঢাকার শ্যামলী স্কয়ার ও সন্ধানী টাওয়ারেও দুটি বাণিজ্যিক ফ্লোর পাওয়া যায় অনুসন্ধানকালে।
এজাহারে বলা হয় এনামুল হক ১৯৯৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত স্থাবর সম্পদ ২১ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ১২ টাকা ৫৮ লাখ ৩২ হাজার টাকার অস্থাবর সম্পদ ভোগ দখলে রাখেন। যার মধ্যে তিনি নিজেকে ঋণগ্রস্ত বলে দাবি করেন। তবে অনুসন্ধানে ঋণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তাই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় এনামুলের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নাসিক এক নম্বর ওয়ার্ডের রনি সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিরণ মিয়া।
১৪ মিনিট আগেসরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের জলাবদ্ধতায় উপলশহর উচ্চবিদ্যালয়ের মাঠ ভরে উঠেছে কচুরিপানায়। শতাধিক প্রান্তিক কৃষক কয়েক বছর ধরে তাঁদের জমিতে চাষাবাদ করতে পারছেন না। এতে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসীর অভিযোগ, পুকুর খননকারীরা প্রভাবশালী হওয়ায় অনেকে প্রতিবাদ করতেও সাহস পাচ্ছেন না।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি মহল্লা ও হোসেনপুর এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে তিন শতাধিকের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ায় অনেককে শয্যা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
২ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুর উপজেলা সীমানাঘেঁষা এলাকায় রয়েছে বেশ কয়েকটি ছোট-বড় সেতু। যেগুলো শ্রীপুরের সঙ্গে যুক্ত করেছে পাশের কয়েকটি উপজেলাকে। সন্ধ্যা হলেই এসব সেতু ঘিরে মাদক বেচাকেনা শুরু হয়। চলে রাতভর। দিনের পর দিন এই অবস্থা চলছে।
২ ঘণ্টা আগে