Ajker Patrika

দাখিল পরীক্ষার্থী সামিরা বলছে, খাতায় লিখছে মারুফা

রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)
সামিরা আক্তার বলছে, খাতায় লিখছে মারুফা। ছবি: আজকের পত্রিকা
সামিরা আক্তার বলছে, খাতায় লিখছে মারুফা। ছবি: আজকের পত্রিকা

পড়তে সক্ষম হলেও নিজের হাতে লেখার শক্তি নেই সামিরা আক্তার শ্যামলীর। দুই মাস আগে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে হাতের শক্তি হারিয়েছে সে। হাতের শক্তি হারালেও মনোবল ভাঙেনি তার। অন্যের সাহায্যে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে সে। একটি কক্ষে সে প্রশ্নের জবাব বলছে, আর পাশে বসা একই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী মারুফা খাতায় লিখে দিচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া দাখিল পরীক্ষায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি কামিল মাদ্রাসা কেন্দ্রে একটি কক্ষে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নেয় সামিরা আক্তার।

সামিরা আক্তার শ্যামলী উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের মো. সেলিম মিয়ার মেয়ে। তার মায়ের নাম নাসিমা আক্তার। স্থানীয় পটকা আলিম মাদ্রাসা থেকে সে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাংনাহাটি কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গিয়ে সামিরা আক্তার শ্যামলীকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিতে দেখা গেছে। এ সময় একজন শিক্ষিকা পরীক্ষা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন।

পটকা আলিম মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম বলেন, দুই মাস আগে প্যারালাইসিসে আক্রান্ত হলে হাত অচল হয়ে পড়ে শ্যামলীর। যে কারণে সে কথা বলতে পারলেও হাতে লিখতে পারে না। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে তার জন্য বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার অনুমতি নেওয়া হয়। তিনি বলেন, ‘সামিরা পড়াশোনায় ভালো। অন্যের সাহায্যে পরীক্ষা দিয়েও ভালো ফলাফল করবে বলে আশা করি।’

ভাংনাহাটি কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্রের সচিব মারুফ আহমেদ মমতাজী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অসুস্থ সামিরা আক্তারকে একটি কক্ষে বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা একটি কক্ষে পরীক্ষা নেওয়া হচ্ছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাকে জানানোর পর বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে। তার হাতে লেখার সক্ষমতা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, প্যারালাইসিস হওয়ার কারণে হাতে লেখার সক্ষমতা হারায় দাখিল পরীক্ষার্থী সামিরা আক্তার। এমন একটি আবেদনের পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের মতামত নিয়ে বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত