Ajker Patrika

অসচেতনতার কারণে ভাঙনের মুখে হরিরামপুরের পদ্মার পাড়

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)
অসচেতনতার কারণে ভাঙনের মুখে হরিরামপুরের পদ্মার পাড়

ভাঙনের মুখে পড়েছে মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার বয়রা, হারুকান্দি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। ইউনিয়নগুলোতে ভাঙন রোধে নির্মিত জিও ব্যাগের বাঁধের বিভিন্ন জায়গায় এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে। এই বাঁধ ভেঙে গেলে উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়বে বলে আশঙ্কায় করছেন স্থানীয়রা। 

আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনটি ইউনিয়ন নির্মিত প্রায় ৮ কিলোমিটার এলাকায় এই বাঁধের আন্ধারমানিক বাজার এবং খালপাড় বয়রা এলাকায় ধসে পড়েছে। এ ছাড়া এই বাঁধে হাজার হাজার জাল ব্যবহার করছে মৎস্য শিকারিরা। এসব মাছ ধরার জালের এলাকায় চায়না দোয়ারি (মাছ ধরার জাল), সাধারণ দোয়ারি এবং ভেশাল (জাল) নামে পরিচিত। বাঁধের ওপরের জিও ব্যাগ ছিঁড়ে তার মধ্যে গর্ত করে ভেশালও স্থাপন করেছেন তাঁরা। এ ছাড়া পদ্মাপারের কিছু অসচেতন মানুষ বাঁধের জিও ব্যাগ কেটে ফসলের পালা ঢেকে রেখেছেন। কেউ বাড়িতে ব্যবহার করছেন। আবার কেউ মৎস্য শিকারেও ব্যবহার করছেন এসব জিও ব্যাগ। 

এম এ রাজ্জাক আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল সরকার জানান, কয়েক দিন আগে পদ্মা পাড় ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে জেলেদের অনেকগুলো জিও ব্যাগ কেটে চায়না জাল পেতে রাখতে দেখেন। পদ্মা ভাঙন রোধের জন্য জিও ব্যাগ ফেলা হয়েছে। কিন্তু জেলেদের অসচেতনতার কারণে বাঁধ হুমকির মুখে পড়েছে বলে জানান তিনি। 

বয়রা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার ও হারুকান্দি ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চুন্নু জানান, বারবার জেলেদের নিষেধ করার পরেও তাঁরা শুনছেন না। উপজেলার মাসিক সমন্বয় সভায় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মোবাইলে জানান, বাঁধের জিও ব্যাগ কেটে ফেলার খবর জেনেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত