Ajker Patrika

সাবেক ছাত্র রোবেলের মৃত্যুতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

জাবি প্রতিনিধি
সাবেক ছাত্র রোবেলের মৃত্যুতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

সাবেক ছাত্র রোবেল পারভেজের নিহতের ঘটনায় সংশ্লিষ্টদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

রোবেল পারভেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১০-১১ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। তিনি ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। এ ছাড়া মানিকগঞ্জের ঝিটকা মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত ছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষায় থাকা রোবেলের মৃত্যু হয় সেলফি পরিবহনের বাসচাপায়। এ সময় আরও দুজন নিহত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, ‘যারা ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করে, তাদের জন্য সেলফি পরিবহন রীতিমতো আতঙ্কের নাম। গতকাল জাবি শিক্ষার্থী রোবেলকে ওই বাস চাপা দিয়ে হত্যা করেছে। এটার বিচার করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের ৩২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী শাহাবুদ্দিন বলেন, ‘রোবেল পারভেজের যে ক্ষতি হয়েছে, তা আমরা পুষিয়ে দিতে পারব না। কিন্তু তার পরিবারের সমস্ত ক্ষতিপূরণ সেলফি পরিবহনকে দিতে হবে এবং এই বাসের রুট পারমিট বাতিল করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত