Ajker Patrika

দরজা বন্ধ না হওয়ায় আধা ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০১: ১৭
দরজা বন্ধ না হওয়ায় আধা ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

দরজা বন্ধ না হওয়ায় আধা ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। আজ মঙ্গলবার সচিবালয় স্টেশনে এই ঘটনা ঘটে। আর হুট করে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

অফিস ছুটি হওয়ায় এবং ইফতারের সময় ঘনিয়ে আসায় এই ভোগান্তি আরও বাড়ে। এ সময় বিভিন্ন স্টেশনে যাত্রীদের প্রচুর ভিড় ছিল। ওপরের প্ল্যাটফর্মে লোকে লোকারণ্য হওয়ায় নিচের থেকে অনেক স্টেশনে বাকি যাত্রীদের ওপরে উঠতে দেওয়া হয়নি।

মেট্রোরেলের ভেতর ও স্টেশনে উপস্থিত যাত্রীরা জানান, বিকেল ৪টা ৪৮ মিনিটে মতিঝিল থেকে ছেড়ে আসা উত্তরাগামী ট্রেনটি বাংলাদেশ সচিবালয় স্টেশনে এসে আটকে থাকে। ফলে উভয় দিকের মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ৫টা ২০ এ আবারও চলাচল স্বাভাবিক হয়।

সচিবালয় স্টেশনে এসে মেট্রোরেলের দরজা বন্ধ না হওয়ায় ট্রেনের ভেতর থাকা এক যাত্রী এম এইচ সাকিব বলেন, যখন ট্রেনের দরজা বন্ধ হচ্ছিল তখন কেউ একজন তা ধাক্কা দিয়ে আটকিয়ে রেখেছিল। তাই আধাঘন্টার মত ট্রেন দাঁড়িয়ে ছিল।

সাকিব বলেন, বিকেল ৪টা ৫০ এর দিকে মতিঝিল থেকে উত্তরাগামী একটি ট্রেন সচিবালয় স্টেশনে প্রবেশ করে। তখন আমার বগিতেই কিছু লোক ধাক্কাধাক্কি করে ওঠার সময় দরজা বন্ধ হওয়ার সময় চাপ দিয়ে ধরে রাখে। এরপর বেশ কয়েকবার দরজা খুলে আবার লাগানো হয় তাতেও কাজের কাজ কিছু হচ্ছিল না। এর ফলে প্রায় ৩০ মিনিট সময় সেখানে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এরপর ঠিক করা হয় এবং যাত্রা স্বাভাবিক হয়।

সচিবালয় স্টেশনের যাত্রীদের অভিযোগ ট্রেন বন্ধ হওয়ার পর স্টেশন থেকে কোনো ঘোষণা দেওয়া হয়নি কেন ট্রেন বন্ধ ছিল।

এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে মেট্রোরেলের এক সূত্র জানান, প্রাথমিকভাবে খবর পেয়েছি দরজা বন্ধ না হওয়ার কারণেই এই সমস্যাটা হয়েছে। কেন বন্ধ হয়নি এর বিস্তারিত পরে জানাতে পারব। এর আগেও কেউ একজন দরজার মাঝে প্লাস্টিকের বোতল ফেলে রেখেছিল। তখনো এই সমস্যা দেখা যায়। তবে সেবার অল্প সময়ে জন্য ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত