সরেজমিন বার্ন ইনস্টিটিউট
শাহরিয়ার হাসান, ঢাকা
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিশুরা। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা দগ্ধ শিশুগুলোর দিকে তাকানো যাচ্ছে না। হাসপাতালের বাইরে, লিফটের পাশে, আইসিইউর সামনে দাঁড়িয়ে থাকা স্বজনদের চোখেমুখে শুধুই অসহায়ত্বের ছাপ।
বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে ১৪ বছরের আয়ান। তার শরীরের বেশির ভাগই পুড়ে গেছে। কথা নেই, সাড়া নেই। নিচতলা থেকে আইসিইউতে ওঠার সময় এক মুহূর্তের জন্য কথা হয় আয়ানের বাবা আরাফাত রহমানের সঙ্গে। গলা ধরে আসা কণ্ঠে তিনি বলেন, ‘কলিজায় সহ্য হয় না ভাইয়া। আমার সোনাটা তো ব্যথা পেলেই ছটফট করত। এখন পুরো শরীরটাই যখন ক্ষয়ে গেছে, তখন কীভাবে এতটা যন্ত্রণা সহ্য করে শুয়ে আছে! আল্লাহ, ওর কষ্টটা আমাকে দিয়ে দাও।’
বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে এখন পাঁচজন চিকিৎসাধীন। তাদের চারজনই শিশু। নয় বছরের নাফিস, চৌদ্দ বছরের মাহতাব ও আয়ান, পনেরো বছরের মাহিয়া; ওদের প্রতিটি মুহূর্তই সংকটময়, জানালেন চিকিৎসক।
আইসিইউ থেকে একটু দূরে দাঁড়িয়ে ছিলেন কাফী আহমেদ। তিনি বলেন, ‘আমার ভাইয়ের শরীরটায় আগুন যা করে গেছে, সামনে দাঁড়িয়ে থাকা যায় না। স্রেফ মুখ দেখেই বোঝা যায়, সে কী জ্বালায় আছে।’
অস্ত্রোপচার পরবর্তী পর্যবেক্ষণ ওয়ার্ডে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে ১০ বছরের আলভিনা। তাকিয়ে থাকে শূন্য দৃষ্টিতে, কোনো কথা বলে না। তার এক চাচা বলেন, ‘ও শুধু তাকিয়ে থাকে। এই শরীরের জ্বালা হয়তো একদিন সেরে উঠবে, কিন্তু যে মানসিক ট্রমা ওরা পেয়েছে, তা থেকে বের হতে পারা খুব কঠিন হবে।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিশুরা। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা দগ্ধ শিশুগুলোর দিকে তাকানো যাচ্ছে না। হাসপাতালের বাইরে, লিফটের পাশে, আইসিইউর সামনে দাঁড়িয়ে থাকা স্বজনদের চোখেমুখে শুধুই অসহায়ত্বের ছাপ।
বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে ১৪ বছরের আয়ান। তার শরীরের বেশির ভাগই পুড়ে গেছে। কথা নেই, সাড়া নেই। নিচতলা থেকে আইসিইউতে ওঠার সময় এক মুহূর্তের জন্য কথা হয় আয়ানের বাবা আরাফাত রহমানের সঙ্গে। গলা ধরে আসা কণ্ঠে তিনি বলেন, ‘কলিজায় সহ্য হয় না ভাইয়া। আমার সোনাটা তো ব্যথা পেলেই ছটফট করত। এখন পুরো শরীরটাই যখন ক্ষয়ে গেছে, তখন কীভাবে এতটা যন্ত্রণা সহ্য করে শুয়ে আছে! আল্লাহ, ওর কষ্টটা আমাকে দিয়ে দাও।’
বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে এখন পাঁচজন চিকিৎসাধীন। তাদের চারজনই শিশু। নয় বছরের নাফিস, চৌদ্দ বছরের মাহতাব ও আয়ান, পনেরো বছরের মাহিয়া; ওদের প্রতিটি মুহূর্তই সংকটময়, জানালেন চিকিৎসক।
আইসিইউ থেকে একটু দূরে দাঁড়িয়ে ছিলেন কাফী আহমেদ। তিনি বলেন, ‘আমার ভাইয়ের শরীরটায় আগুন যা করে গেছে, সামনে দাঁড়িয়ে থাকা যায় না। স্রেফ মুখ দেখেই বোঝা যায়, সে কী জ্বালায় আছে।’
অস্ত্রোপচার পরবর্তী পর্যবেক্ষণ ওয়ার্ডে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে ১০ বছরের আলভিনা। তাকিয়ে থাকে শূন্য দৃষ্টিতে, কোনো কথা বলে না। তার এক চাচা বলেন, ‘ও শুধু তাকিয়ে থাকে। এই শরীরের জ্বালা হয়তো একদিন সেরে উঠবে, কিন্তু যে মানসিক ট্রমা ওরা পেয়েছে, তা থেকে বের হতে পারা খুব কঠিন হবে।’
সিলেটে ছয়জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটে মোট ছয়জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
২৭ মিনিট আগের্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা চেষ্টার পাঁয়তারা চলছে। আমরা এটি টের পাচ্ছি। এ নিয়ে আমাদের আইসিটি বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া মনিটর করছি।’
৩৯ মিনিট আগে১৩ দিনের নবজাতককে নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন শাহাজাদী ও তাঁর মা নার্গিস বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার তাঁদের জামিন মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগেগাভির সঙ্গে দুধ দিচ্ছে ১৯ দিন বয়সী একটি বাছুরও। খামারমালিক হারুনুর রশিদ বলছেন, বাছুরটি প্রতিদিন প্রায় আধা লিটারের মতো দুধ দিচ্ছে। অনেকে বাছুরটি দেখতে আসছেন। কেউ দাঁড়িয়ে দুধ দোহন দেখছেন আবার কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, ভিডিও করছেন।
১ ঘণ্টা আগে