নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জুয়েল (২৫)। মেয়েটি পাশের বাসার বাসিন্দা এই জুয়েল। রায়ে কারাদন্ডের পাশাপাশি জুয়েলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাকে কারাগারে পাঠানো হয়।
ওই ট্রাইবুনানের বেঞ্চ সহকারী আতাউর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দিন মজুর বাবা-মায়ের সঙ্গে মহাখালীর সাততলা আইপিএইচ জামে মসজিদ সংলগ্ন এলাকায় থাকতো ওই ছাত্রী। প্রতিদিনের মতো তার বাবা-মা সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। ২০১৮ সালের ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ওই মেয়েটি স্কুলে যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হওয়ার সময় পাশের বাসার ভাড়াটিয়া জুয়েল ডেকে তাকে রুমে নেয়। তখন জোর করে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় পরদিন ছাত্রীর বাবা বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালে ১২ মে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন বনানী থানার এসআই সাদিয়া শারমীন।
ওই বছরের ১৭ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জুয়েল (২৫)। মেয়েটি পাশের বাসার বাসিন্দা এই জুয়েল। রায়ে কারাদন্ডের পাশাপাশি জুয়েলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাকে কারাগারে পাঠানো হয়।
ওই ট্রাইবুনানের বেঞ্চ সহকারী আতাউর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দিন মজুর বাবা-মায়ের সঙ্গে মহাখালীর সাততলা আইপিএইচ জামে মসজিদ সংলগ্ন এলাকায় থাকতো ওই ছাত্রী। প্রতিদিনের মতো তার বাবা-মা সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। ২০১৮ সালের ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ওই মেয়েটি স্কুলে যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হওয়ার সময় পাশের বাসার ভাড়াটিয়া জুয়েল ডেকে তাকে রুমে নেয়। তখন জোর করে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় পরদিন ছাত্রীর বাবা বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালে ১২ মে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন বনানী থানার এসআই সাদিয়া শারমীন।
ওই বছরের ১৭ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
১০ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে