Ajker Patrika

শিশুকে ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিশুকে ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন। 

কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জুয়েল (২৫)। মেয়েটি পাশের বাসার বাসিন্দা এই জুয়েল। রায়ে কারাদন্ডের পাশাপাশি জুয়েলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। 

রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাকে কারাগারে পাঠানো হয়। 
ওই ট্রাইবুনানের বেঞ্চ সহকারী আতাউর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, দিন মজুর বাবা-মায়ের সঙ্গে মহাখালীর সাততলা আইপিএইচ জামে মসজিদ সংলগ্ন এলাকায় থাকতো ওই ছাত্রী। প্রতিদিনের মতো তার বাবা-মা সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। ২০১৮ সালের ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ওই মেয়েটি স্কুলে যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হওয়ার সময় পাশের বাসার ভাড়াটিয়া জুয়েল ডেকে তাকে রুমে নেয়। তখন জোর করে ধর্ষণ করা হয়। 

এ ঘটনায় পরদিন ছাত্রীর বাবা বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালে ১২ মে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন বনানী থানার এসআই সাদিয়া শারমীন। 

ওই বছরের ১৭ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত