Ajker Patrika

মাদারীপুরে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরে দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম

মাদারীপুরের রাজৈরে সৌরভ মাতুব্বর (১৮) ও নাঈম শেখ (১৮) নামের দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাঁরা মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁরা এখন মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, সৌরভ ও নাঈম শেখের বাড়ি সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায়। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইফতারের আগে সৌরভ ও কয়েকজন বন্ধু নিয়ে উপজেলার নয়াবাড়ি এলাকায় ঘুরতে আসেন। ইফতারের সময় হলে তাঁরা ওই এলাকার একটি খোলা মাঠে ইফতার করার প্রস্তুতি নেন। এ সময় ওই এলাকার স্থানীয় একটি যুবকের সঙ্গে সৌরভের কথা-কাটাকাটি ও সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় সৌরভ ও নাঈম আহত হন। পরে দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

মাদারীপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, ‘সৌরভের মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নাঈমেরও ঘারে রয়েছে ছোট আঘাতের দাগ। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’ 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এখনো এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সদর থানার মধ্যে কোন ঘটনা ঘটেনি। তবে যারা আহত হয়েছে তাদের দুইজনের বাড়ি সদর থানার মধ্যে। ভুক্তভোগীদের যদি কোন অভিযোগ থাকে তাহলে তা রাজৈর থানায় দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত