নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবরোধের সমর্থনে রাজধানীর পল্টন এলাকায় মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের নেতারা বলেছেন, জনগণের বুকে গুলি করে কখনো ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না। অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতারা।
আজ বুধবার দুপুরে পল্টনের মেহেরবা প্লাজা থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পল্টন, প্রেসক্লাব ঘুরে আবার মেহেরবা প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সরকার নিজেদের এজেন্ট দিয়ে পরিকল্পিতভাবে পুলিশ সদস্য, সাংবাদিকদের ওপর হামলা করে, আগুন দিয়ে বিরোধী দলের আন্দোলন ক্র্যাকডাউন করতে চেয়েছে। নিজেরাই এগুলো করে তারা বিএনপির মহাসচিবসহ অসংখ্য বিরোধী নেতা-কর্মীকে গ্রেপ্তার করছে। গণতন্ত্র মঞ্চের নেতাদের ওপর হামলা করছে।’
গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, তখন শ্রমিকের বেতন বৃদ্ধির দাবিতেও গুলি করে হত্যা করছে পুলিশ। হত্যা করে ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না।’
ভোট ডাকাত সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না জানিয়ে সাকি বলেন, ‘দেশের জনগণ আর একতরফা নির্বাচন করতে দেবে না। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। শান্তিপূর্ণ অবরোধ চলছে, যদি গুলি চলে তাহলে গণ-অভ্যুত্থান করে আপনাদের ক্ষমতাচ্যুত করা হবে।’
সভাপতির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘এই হায়েনা সরকারের বিদায় সময়ের ব্যাপার মাত্র। যেকোনো সময় এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য পাকিস্তানি বাহিনী যেভাবে গুলি করে মানুষ হত্যা করেছে, তেমনি এই সরকার মানুষকে গুলি করে ক্ষমতায় থাকতে চাইছে। কিন্তু কোনো শাসক মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে পারে না। আগামীর কর্মসূচি এমন কঠিন হবে যে সরকার পালানোর পথ পাবে না।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ।
অবরোধের সমর্থনে রাজধানীর পল্টন এলাকায় মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের নেতারা বলেছেন, জনগণের বুকে গুলি করে কখনো ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না। অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতারা।
আজ বুধবার দুপুরে পল্টনের মেহেরবা প্লাজা থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পল্টন, প্রেসক্লাব ঘুরে আবার মেহেরবা প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সরকার নিজেদের এজেন্ট দিয়ে পরিকল্পিতভাবে পুলিশ সদস্য, সাংবাদিকদের ওপর হামলা করে, আগুন দিয়ে বিরোধী দলের আন্দোলন ক্র্যাকডাউন করতে চেয়েছে। নিজেরাই এগুলো করে তারা বিএনপির মহাসচিবসহ অসংখ্য বিরোধী নেতা-কর্মীকে গ্রেপ্তার করছে। গণতন্ত্র মঞ্চের নেতাদের ওপর হামলা করছে।’
গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, তখন শ্রমিকের বেতন বৃদ্ধির দাবিতেও গুলি করে হত্যা করছে পুলিশ। হত্যা করে ক্ষমতা দীর্ঘায়িত করা যায় না।’
ভোট ডাকাত সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না জানিয়ে সাকি বলেন, ‘দেশের জনগণ আর একতরফা নির্বাচন করতে দেবে না। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। শান্তিপূর্ণ অবরোধ চলছে, যদি গুলি চলে তাহলে গণ-অভ্যুত্থান করে আপনাদের ক্ষমতাচ্যুত করা হবে।’
সভাপতির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘এই হায়েনা সরকারের বিদায় সময়ের ব্যাপার মাত্র। যেকোনো সময় এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য পাকিস্তানি বাহিনী যেভাবে গুলি করে মানুষ হত্যা করেছে, তেমনি এই সরকার মানুষকে গুলি করে ক্ষমতায় থাকতে চাইছে। কিন্তু কোনো শাসক মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে পারে না। আগামীর কর্মসূচি এমন কঠিন হবে যে সরকার পালানোর পথ পাবে না।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ।
জাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
২ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
২৮ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো—একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি—এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের, একবারে নিশ্চিহ্ন করি দিবো জামায়াত। চেনো বিএনপি!’ জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে এভাবে হুমকি দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। তাঁর হুমকি দেওয়ার
১ ঘণ্টা আগে