Ajker Patrika

নারায়ণগঞ্জে অবৈধ ৪টি ইটভাটাকে ৬ লাখ জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ০২
নারায়ণগঞ্জে অবৈধ ৪টি ইটভাটাকে ৬ লাখ জরিমানা

নারায়ণগঞ্জের বন্দরে চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরের মুছাপুর ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন ও তামশিদ ইরাম। এ সময় বন্দরের বারপাড়া মেসার্স একেবি ব্রিক ফিল্ড, মেসার্স এমবিএফ ব্রিক, গোবিন্দকুল এলাকার মা বাবার দোয়া ব্রিক ফিল্ড ও মেসার্স হাজী অটো ব্রিকসকে জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করায় এই জরিমানা আদায় করা হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে এই অভিযান। 

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন বলেন, ‘জরিমানা করা চারটি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এগুলো পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই ইট তৈরি করত। তারা ছাড়পত্র ও লাইসেন্সের জন্য আবেদন করেছিল। কিন্তু ভাটাগুলোর এক কিলোমিটারের মধ্যে বিদ্যালয় থাকায় তাদের আবেদন নাকচ করে পরিবেশ অধিদপ্তর।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত