Ajker Patrika

পদ্মা সেতু জাতীয় সম্পদ, ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা দরকার: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুন ২০২২, ১৫: ৩১
পদ্মা সেতু জাতীয় সম্পদ, ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা দরকার: হাইকোর্ট

হাইকোর্ট বলেছেন, পদ্মা সেতু জাতীয় সম্পদ, এর অর্থায়ন বন্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা দরকার। পদ্মা সেতুর দুর্নীতিসংক্রান্ত রুল শুনানিতে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এমন মন্তব্য করেন। 

আদালত বলেন, পদ্মা সেতু আমাদের জাতীয় সম্পদ। এ ধরনের জাতীয় স্বার্থ উন্নয়নের বিরোধিতা করবে কেন? এ ধরনের জাতীয় স্বার্থ ও উন্নয়নের বিরুদ্ধে যারা থাকে তারা জাতির শত্রু, দেশের শত্রু। এ ছাড়া অর্থায়ন বন্ধ হলো কেন, সেই প্রশ্নও তোলেন আদালত। পরে এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন আদালত। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। 

এর আগে গতকাল রোববার পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পরে আদালত রুল শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। 

 ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি পদ্মা সেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত