Ajker Patrika

পদ্মা সেতু জাতীয় সম্পদ, ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা দরকার: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুন ২০২২, ১৫: ৩১
পদ্মা সেতু জাতীয় সম্পদ, ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা দরকার: হাইকোর্ট

হাইকোর্ট বলেছেন, পদ্মা সেতু জাতীয় সম্পদ, এর অর্থায়ন বন্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা দরকার। পদ্মা সেতুর দুর্নীতিসংক্রান্ত রুল শুনানিতে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এমন মন্তব্য করেন। 

আদালত বলেন, পদ্মা সেতু আমাদের জাতীয় সম্পদ। এ ধরনের জাতীয় স্বার্থ উন্নয়নের বিরোধিতা করবে কেন? এ ধরনের জাতীয় স্বার্থ ও উন্নয়নের বিরুদ্ধে যারা থাকে তারা জাতির শত্রু, দেশের শত্রু। এ ছাড়া অর্থায়ন বন্ধ হলো কেন, সেই প্রশ্নও তোলেন আদালত। পরে এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন আদালত। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। 

এর আগে গতকাল রোববার পদ্মা সেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পরে আদালত রুল শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। 

 ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি পদ্মা সেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত