নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের জুন মাসে ২৯৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬৭ জন। ১৯ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। চারজন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক মাসিক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।
সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৬টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, জুন মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৩২ জন কন্যাসহ ৪৮ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে একজন কন্যা। বিভিন্ন কারণে চারজন কন্যাসহ ৪৫ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও তিনজন নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে তিনটি। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১০ জন, এর মধ্যে একজন কন্যাসহ চারজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।
শারীরিক নির্যাতনের শিকার হয়েছে আটজন, এর মধ্যে একজন কন্যা। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে পাঁচটি। দুজন কন্যাসহ তিনজন গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একজন কন্যাকে হত্যা ও একজন কন্যার আত্মহত্যার ঘটনা ঘটেছে। চারজন কন্যাসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। নয়জন কন্যাসহ ২১ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে তিনজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। এছাড়াও তিনজন কন্যার আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। আটজন কন্যাসহ নয়জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও চারজন কন্যাকে অপহরণের চেষ্টা ঘটনা ঘটেছে। তিনজন কন্যা সাইবার ক্রাইমের ঘটনার শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে তিনটি এবং বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে চারটি। এছাড়া আটজন কন্যাসহ ১৫ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
চলতি বছরের জুন মাসে ২৯৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬৭ জন। ১৯ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। চারজন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক মাসিক প্রতিবেদনে এ সব তথ্য উঠে এসেছে।
সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৬টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, জুন মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৩২ জন কন্যাসহ ৪৮ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে একজন কন্যা। বিভিন্ন কারণে চারজন কন্যাসহ ৪৫ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও তিনজন নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে তিনটি। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১০ জন, এর মধ্যে একজন কন্যাসহ চারজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।
শারীরিক নির্যাতনের শিকার হয়েছে আটজন, এর মধ্যে একজন কন্যা। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে পাঁচটি। দুজন কন্যাসহ তিনজন গৃহকর্মী নির্যাতনের ঘটনায় একজন কন্যাকে হত্যা ও একজন কন্যার আত্মহত্যার ঘটনা ঘটেছে। চারজন কন্যাসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। নয়জন কন্যাসহ ২১ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে তিনজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। এছাড়াও তিনজন কন্যার আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। আটজন কন্যাসহ নয়জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও চারজন কন্যাকে অপহরণের চেষ্টা ঘটনা ঘটেছে। তিনজন কন্যা সাইবার ক্রাইমের ঘটনার শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে তিনটি এবং বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে চারটি। এছাড়া আটজন কন্যাসহ ১৫ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৮ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
৩০ মিনিট আগে