নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাশকতার দুই মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩২ নেতা-কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক পৃথকভাবে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর এই রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
ভাটারা থানার মামলায় ১৫ জনের কারাদণ্ড
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক মামলায় ১৫ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই রায় দেন। তবে এ মামলায় আদালত দুজনকে খালাস দিয়েছেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবদুর রহিম, আজহার আলম, আবু বক্কর সিদ্দিক ও আব্দুল লতিফ।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর ভাটারা থানার বসুন্ধরা মেইন গেটে বিএনপি নেতা–কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে মিছিল-সমাবেশ করেন। পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন ও পুলিশের কাজে বাধা দেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ জুন ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
হাজারীবাগ থানার মামলায় ১৭ জনের কারাদণ্ড
রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীকে দুই বছর তিন মাস কারাদণ্ড দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই রায় দেন।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৫ সালের ২৯ আগস্ট হাজারীবাগের ভাগলপুর লেনে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে তল্লাশির জন্য গেলে পুলিশের কর্তব্যকাজে বিএনপি নেতা-কর্মীরা বাধা সৃষ্টি করেন এবং পুলিশের ওপর হামলা চালান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার পর তদন্ত শেষে একই বছরের ২৪ অক্টোবর ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
নাশকতার দুই মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩২ নেতা-কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক পৃথকভাবে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর এই রায় কার্যকর হবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।
ভাটারা থানার মামলায় ১৫ জনের কারাদণ্ড
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক মামলায় ১৫ জন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই রায় দেন। তবে এ মামলায় আদালত দুজনকে খালাস দিয়েছেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবদুর রহিম, আজহার আলম, আবু বক্কর সিদ্দিক ও আব্দুল লতিফ।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর ভাটারা থানার বসুন্ধরা মেইন গেটে বিএনপি নেতা–কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে মিছিল-সমাবেশ করেন। পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন ও পুলিশের কাজে বাধা দেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় মামলা দায়ের করলে তদন্ত শেষে ২০১৯ সালের ১৬ জুন ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
হাজারীবাগ থানার মামলায় ১৭ জনের কারাদণ্ড
রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীকে দুই বছর তিন মাস কারাদণ্ড দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই রায় দেন।
ঘটনার বিবরণে জানা যায় ২০১৫ সালের ২৯ আগস্ট হাজারীবাগের ভাগলপুর লেনে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে তল্লাশির জন্য গেলে পুলিশের কর্তব্যকাজে বিএনপি নেতা-কর্মীরা বাধা সৃষ্টি করেন এবং পুলিশের ওপর হামলা চালান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার পর তদন্ত শেষে একই বছরের ২৪ অক্টোবর ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৭ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৪ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৪০ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে