Ajker Patrika

অ্যাডভোকেট ভুবন হত্যা: রিমান্ড শেষে হিমেল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৫৫
অ্যাডভোকেট ভুবন হত্যা: রিমান্ড শেষে হিমেল কারাগারে

ঢাকার রাস্তায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীলের নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মারুফ বিল্লাহ হিমেলকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবি তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিকেলে আসামি হিমেলকে রিমান্ড শেষে আদালতে হাজির করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক বি এম রানা আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। 

গত মঙ্গলবার হিমেলকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে গত সোমবার পুরানো ঢাকায় অভিযান চালিয়ে হিমেলকে আটক করা হয়। 

১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রলপাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে চারটি মোটরসাইকেলে আসা সাত-আটজন যুবক ঘিরে ধরে। দৌড়ে পালানোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় ওই রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন ভুবন চন্দ্র। তখন সন্ত্রাসীদের ছোড়া গুলি এসে লাগে তাঁর মাথায়। এরপর আট দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে মারা যান ভুবন। 

এ ঘটনায় নিহত ভুবনের স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে মামলা করেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত