রাতুল মণ্ডল (শ্রীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে লাকড়িভর্তি ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নানি-নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় বৃদ্ধার জামাতা ও মোটরসাইকেলচালক মো. বাবুল মিয়া গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের গাজীপুর বদনীভাঙ্গা সড়কের বদনীভাঙ্গা স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার বদনীভাঙ্গা গ্রামের আব্দুস সোবহানের স্ত্রী বাছিরন নেছা (৫৫) এবং একই ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের মো. বাবুল মিয়ার মেয়ে নুসরাত (৪)। গুরুতর আহত মোটরসাইকেলচালক মো. বাবুল মিয়া (৪০)।
নিহতের স্বজন আলমগীর হোসেন বলেন, কয়েক দিন ধরে নিহত শিশু নুসরাত নানিবাড়ি বদনীভাঙ্গা বেড়াতে গিয়েছিল। আজ দুপুরে বাবা বাবুল মিয়া তাঁর শিশুকন্যাকে আনতে শ্বশুরবাড়িতে যান। দুপুরের খাওয়া শেষে মেয়ে ও শাশুড়িকে নিয়ে মোটরসাইকেলে শিরিশগুড়ি গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। তাঁরা বদনীভাঙ্গা স্কুলের কাছে পৌঁছালে লাকড়িভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নানি বাছিরনের মৃত্যু হয়। আশপাশের লোকজন দ্রুত শিশু নুসরাতকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার পথে শিমলাপাড়া বাজারের কাছাকাছি গেলে শিশু নুসরাতেরও মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় পরপরই আমরা দৌড়ে এসে ট্রাকের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তাঁর মাথা, নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। শিশুটির নানির ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর মোটরসাইকেলচালক বাবুল মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর কোমর ভেঙে গেছে বলে আমরা আশঙ্কা করছি। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি এলাকাবাসী আটক করেছে।’
দুর্ঘটনাকবলিত ট্রাকের মালিক মাওনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস ছাত্তারের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের দুটি দল পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
গাজীপুরের শ্রীপুরে লাকড়িভর্তি ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নানি-নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় বৃদ্ধার জামাতা ও মোটরসাইকেলচালক মো. বাবুল মিয়া গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের গাজীপুর বদনীভাঙ্গা সড়কের বদনীভাঙ্গা স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজেলার বদনীভাঙ্গা গ্রামের আব্দুস সোবহানের স্ত্রী বাছিরন নেছা (৫৫) এবং একই ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের মো. বাবুল মিয়ার মেয়ে নুসরাত (৪)। গুরুতর আহত মোটরসাইকেলচালক মো. বাবুল মিয়া (৪০)।
নিহতের স্বজন আলমগীর হোসেন বলেন, কয়েক দিন ধরে নিহত শিশু নুসরাত নানিবাড়ি বদনীভাঙ্গা বেড়াতে গিয়েছিল। আজ দুপুরে বাবা বাবুল মিয়া তাঁর শিশুকন্যাকে আনতে শ্বশুরবাড়িতে যান। দুপুরের খাওয়া শেষে মেয়ে ও শাশুড়িকে নিয়ে মোটরসাইকেলে শিরিশগুড়ি গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। তাঁরা বদনীভাঙ্গা স্কুলের কাছে পৌঁছালে লাকড়িভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নানি বাছিরনের মৃত্যু হয়। আশপাশের লোকজন দ্রুত শিশু নুসরাতকে উদ্ধার করে হাসপাতালের নেওয়ার পথে শিমলাপাড়া বাজারের কাছাকাছি গেলে শিশু নুসরাতেরও মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় পরপরই আমরা দৌড়ে এসে ট্রাকের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তাঁর মাথা, নাক ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। শিশুটির নানির ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর মোটরসাইকেলচালক বাবুল মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর কোমর ভেঙে গেছে বলে আমরা আশঙ্কা করছি। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি এলাকাবাসী আটক করেছে।’
দুর্ঘটনাকবলিত ট্রাকের মালিক মাওনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস ছাত্তারের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের দুটি দল পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
রোহিঙ্গা আশ্রয়শিবিরের লার্নিং সেন্টারের (শিক্ষাকেন্দ্র) শিক্ষকেরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার উখিয়া কোর্টবাজার স্টেশনে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় সড়কের উভয় পাশে দেশি-বিদেশি এনজিও সংস্থার গাড়িসহ বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। বিকেল ৫টার দিকে সড়ক
৩ মিনিট আগেনোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজির ইলিশ। মাছটি নিলামে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে মাছটির নিলাম হয়।
৩০ মিনিট আগেময়মনসিংহের হালুয়াঘাটে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে মুক্তার উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া হানিফ মিয়া (৫০) নামের আরও একজন আহত হন। আজ সোমবার দুপুরে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ধারা কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। আজ সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবন প্রাঙ্গণে ‘ছবির ফ্রেমে অমর জীবননাট্য’ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই আয়োজন শুরু হয়।
১ ঘণ্টা আগে