Ajker Patrika

ছাত্রলীগ নেতা নয়ন হত্যা মামলায় গ্রেপ্তার ১ 

ছাত্রলীগ নেতা নয়ন হত্যা মামলায় গ্রেপ্তার ১ 

গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ নেতা নয়ন শেখ হত্যা মামলার অন্যতম আসামি বিপ্লবকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিপ্লবকে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

জানা গেছে, গ্রেপ্তার বিপ্লব উপজেলার কাওরাইদ গ্রামের মৃত নারায়ন পাগলার ছেলে। 

এর আগে ছাত্রলীগ নেতা নয়ন শেখ হত্যার ঘটনায় গতকাল শুক্রবার অজ্ঞাত ব্যক্তিসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বড় ভাই রতন মিয়া। 
 
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে পুকুরের পানিতে পিটিয়ে হত্যা করা হয় নয়ন শেখকে। নয়ন শেখ ছাত্রলীগ করতেন বলে জানা গেছে। তাঁকে হত্যার প্রধান অভিযুক্ত খায়রুল ইসলাম মীর যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত