নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতে গ্রেপ্তার হওয়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) আওয়ামী লীগের কেউ নন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ঘনিষ্ঠতার বিষয় এখানে নেই। যে পাচারকারী তাঁকে অর্থ পাচারকারী হিসাবেই দেখব। অর্থ পাচারকারী পি কে হালদার ধরা পড়েছে ভারতের মাটিতে।’
আজ সোমবার মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। জাতীয় সংসদ এলাকার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।
অর্থ পাচারকারী আওয়ামী লীগ নেতাদের নামের তালিকা প্রকাশ করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘অর্থ পাচারকারীর নামের তালিকা যদি প্রচার করতেই হয়, তাহলে সবার আগে আপনাদের দলের দণ্ডিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম চলে আসবে। আয়নায় নিজেদের চেহারা দেখুন। আমাদের কেউ টাকা পাচার করলে শেখ হাসিনা রেহাই দেবেন না। ফরিদপুরে এর দৃষ্টান্ত পেয়েছেন।’
মির্জা ফখরুলকে তথ্যপ্রমাণ দিয়ে কথা বলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খুব বাড়াবাড়ি শুরু করেছেন আপনারা। প্রধানমন্ত্রীর নামটা ধরতে সামান্য সম্মান করেন না। তুই পর্যন্ত কেউ কেউ বলে। এত গালিগালাজ করার পরও আপনাদের নেতারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। নেত্রীর সহ্য ক্ষমতা আছে। রেহাই পাচ্ছেন। কিন্তু বাড়াবাড়িটা থামান ফখরুল সাহেব। বেশি বাড়াবাড়ি ভালো নয়, ইতিহাস থেকে শিক্ষা নিন।’
আওয়ামী লীগের নামে চাঁদাবাজি, ভূমি দখলকারী, মাদকসেবী, দুর্নীতিবাজ ও অপকর্মকারীদের দলে স্থান নেই বলে জানান দলটির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘কমিটি করতে এসব খারাপ লোকদের পরিহার করবেন। আওয়ামী লীগে ভালো লোকের অভাব নেই। নিজের দল ভারী করার জন্য টানবেন না।’ কোণঠাসা কর্মীদের যথাযথস্থানে পদায়ন করার জন্য নেতাদের প্রতি নির্দেশনা দেন তিনি।
নেতা-কর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরকাল থাকবে না।’ আওয়ামী লীগকে এখন থেকেই সুসংগঠিত, স্মার্ট রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অংশগ্রহণের প্রস্তুতি নিতে হবে বলে জানান তিনি।
শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলামুক্ত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি এসেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।’
কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশে এসেছিলেন বলেই পদ্মা সেতু আজ দৃশ্যমান, আগামী মাসেই এই সেতুর উদ্বোধন করা হবে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন, গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভীন জামান কল্পনা এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ।
ভারতে গ্রেপ্তার হওয়া এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) আওয়ামী লীগের কেউ নন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ঘনিষ্ঠতার বিষয় এখানে নেই। যে পাচারকারী তাঁকে অর্থ পাচারকারী হিসাবেই দেখব। অর্থ পাচারকারী পি কে হালদার ধরা পড়েছে ভারতের মাটিতে।’
আজ সোমবার মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। জাতীয় সংসদ এলাকার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।
অর্থ পাচারকারী আওয়ামী লীগ নেতাদের নামের তালিকা প্রকাশ করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘অর্থ পাচারকারীর নামের তালিকা যদি প্রচার করতেই হয়, তাহলে সবার আগে আপনাদের দলের দণ্ডিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম চলে আসবে। আয়নায় নিজেদের চেহারা দেখুন। আমাদের কেউ টাকা পাচার করলে শেখ হাসিনা রেহাই দেবেন না। ফরিদপুরে এর দৃষ্টান্ত পেয়েছেন।’
মির্জা ফখরুলকে তথ্যপ্রমাণ দিয়ে কথা বলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খুব বাড়াবাড়ি শুরু করেছেন আপনারা। প্রধানমন্ত্রীর নামটা ধরতে সামান্য সম্মান করেন না। তুই পর্যন্ত কেউ কেউ বলে। এত গালিগালাজ করার পরও আপনাদের নেতারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। নেত্রীর সহ্য ক্ষমতা আছে। রেহাই পাচ্ছেন। কিন্তু বাড়াবাড়িটা থামান ফখরুল সাহেব। বেশি বাড়াবাড়ি ভালো নয়, ইতিহাস থেকে শিক্ষা নিন।’
আওয়ামী লীগের নামে চাঁদাবাজি, ভূমি দখলকারী, মাদকসেবী, দুর্নীতিবাজ ও অপকর্মকারীদের দলে স্থান নেই বলে জানান দলটির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘কমিটি করতে এসব খারাপ লোকদের পরিহার করবেন। আওয়ামী লীগে ভালো লোকের অভাব নেই। নিজের দল ভারী করার জন্য টানবেন না।’ কোণঠাসা কর্মীদের যথাযথস্থানে পদায়ন করার জন্য নেতাদের প্রতি নির্দেশনা দেন তিনি।
নেতা-কর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরকাল থাকবে না।’ আওয়ামী লীগকে এখন থেকেই সুসংগঠিত, স্মার্ট রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অংশগ্রহণের প্রস্তুতি নিতে হবে বলে জানান তিনি।
শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলামুক্ত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি এসেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।’
কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশে এসেছিলেন বলেই পদ্মা সেতু আজ দৃশ্যমান, আগামী মাসেই এই সেতুর উদ্বোধন করা হবে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন, গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভীন জামান কল্পনা এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রমুখ।
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৩ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১২ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৩ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৬ মিনিট আগে