নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন দুই ছেলে সিয়াম ও সাদাব। এ কথা বিশ্বাস করেন না বাবা এসএম কবিরুজ্জামান। তাঁর দাবি, ছেলেরা ফেঁসে গেছে।
রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে দুই ভাই সিয়াম ও সাদাবের বাড়ি রাজশাহী। বাবা একটি সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী, বেতন সাড়ে ৬ হাজার টাকা। বাবার সামান্য আয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন, তাই দুই ভাই টিউশনি করতেন। তবে কয়েক মাস ধরে তাঁরা আর টিউশনি করতেন না।
সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র। দুই ভাই-ই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কৃত সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের অত্যন্ত ঘনিষ্ঠ। দুজনের ফেসবুক প্রোফাইলেই রিয়াদের সঙ্গে চলাফেরার ছবি রয়েছে।
সিয়াম ও সাদাবের বাবা এসএম কবিরুজ্জামানের আদি বাড়ি নাটোরের গোপালপুরে। এক দশক আগে ব্যবসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এরপর নাটোরের বাড়িভিটা বিক্রি করে দেনা শোধ করেন। প্রায় আট বছর আগে পরিবার নিয়ে রাজশাহী আসেন। বর্তমানে তিনি রাজশাহীর কেচুয়াতৈল এলাকায় মেসার্স এন বি ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনে চাকরি করেন।
সিয়াম ও সাদাব রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়াশোনার পর ঢাকায় গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরিবার আগে খড়খড়ি এলাকায় হজরত আলী নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকত। দুই ছেলে ঢাকায় চলে যাওয়ার পর বাবা-মা ফিলিং স্টেশন সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন। বাসাটির ভাড়া সাড়ে ৪ হাজার টাকা।
আজ সোমবার বিকেল ৪টায় রাজশাহীর কেচুয়াতৈল এলাকায় মেসার্স এন বি ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনে গিয়ে দেখা যায়, সিয়াম ও সাদাবের বাবা কবিরুজ্জামান গাড়িতে গ্যাস ভরছেন। সেখানেই কথা হয় তাঁর সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, তিনি সাড়ে ৬ হাজার টাকা বেতন পান। এর মধ্যে সাড়ে ৪ হাজার টাকা বাসা ভাড়া দিতেই চলে যায়।
দুই ছেলের পড়াশোনায় মাসে প্রায় ২০ হাজার টাকা খরচ হয় বলে জানান কবিরুজ্জামান। তবে নিজের অন্য কোনো সম্পদ, এমনকি বাড়িও নেই বলে জানান তিনি। তাহলে সাড়ে ৬ হাজার টাকা বেতনের চাকরিতে কীভাবে চলে জানতে চাইলে তিনি বলেন, ‘গাড়িতে গ্যাস দিই, এই সময় কেউ খুশি হয়ে কিছু দেয়। তা দিয়ে চালাতে হয়।’
কবিরুজ্জামান জানান, দুই ছেলে আগে টিউশনি করতেন। তবে কয়েক মাস আগে টিউশনি ছেড়ে দেন। তখন তিনি শোনেন যে, ছেলেরা রাজনীতি করছেন। এরপরও তাঁদের নিয়মিত টাকা পাঠাতেন। গতকাল রোববার সকালে তিনি শুনেছেন, ছেলেরা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। তবে এ অভিযোগ তিনি বিশ্বাস করতে চান না। তাঁর মতে, ছেলেরা ফেঁসে গেছেন।
কবিরুজ্জামান বলেন, ‘এদের জীবনটা আলাদা। তারা সুন্নত বলে কোনো দিন নিজেদের দাড়ি কামায়নি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এরা চাঁদাবাজি করতে যাবে, এটা তো বিশ্বাস হয় না।’
ফিলিং স্টেশনটির কয়েকজন কর্মচারী নিশ্চিত করেছেন, কবিরুজ্জামানের রাজশাহীতে নিজের কোনো বাড়ি নেই। তিনি ভাড়া থাকেন। ছেলেরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে জেনে তাঁরা অবাক হয়েছেন।
চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন দুই ছেলে সিয়াম ও সাদাব। এ কথা বিশ্বাস করেন না বাবা এসএম কবিরুজ্জামান। তাঁর দাবি, ছেলেরা ফেঁসে গেছে।
রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে দুই ভাই সিয়াম ও সাদাবের বাড়ি রাজশাহী। বাবা একটি সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী, বেতন সাড়ে ৬ হাজার টাকা। বাবার সামান্য আয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন, তাই দুই ভাই টিউশনি করতেন। তবে কয়েক মাস ধরে তাঁরা আর টিউশনি করতেন না।
সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র। দুই ভাই-ই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কৃত সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের অত্যন্ত ঘনিষ্ঠ। দুজনের ফেসবুক প্রোফাইলেই রিয়াদের সঙ্গে চলাফেরার ছবি রয়েছে।
সিয়াম ও সাদাবের বাবা এসএম কবিরুজ্জামানের আদি বাড়ি নাটোরের গোপালপুরে। এক দশক আগে ব্যবসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এরপর নাটোরের বাড়িভিটা বিক্রি করে দেনা শোধ করেন। প্রায় আট বছর আগে পরিবার নিয়ে রাজশাহী আসেন। বর্তমানে তিনি রাজশাহীর কেচুয়াতৈল এলাকায় মেসার্স এন বি ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনে চাকরি করেন।
সিয়াম ও সাদাব রাজশাহীতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়াশোনার পর ঢাকায় গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরিবার আগে খড়খড়ি এলাকায় হজরত আলী নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকত। দুই ছেলে ঢাকায় চলে যাওয়ার পর বাবা-মা ফিলিং স্টেশন সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন। বাসাটির ভাড়া সাড়ে ৪ হাজার টাকা।
আজ সোমবার বিকেল ৪টায় রাজশাহীর কেচুয়াতৈল এলাকায় মেসার্স এন বি ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনে গিয়ে দেখা যায়, সিয়াম ও সাদাবের বাবা কবিরুজ্জামান গাড়িতে গ্যাস ভরছেন। সেখানেই কথা হয় তাঁর সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, তিনি সাড়ে ৬ হাজার টাকা বেতন পান। এর মধ্যে সাড়ে ৪ হাজার টাকা বাসা ভাড়া দিতেই চলে যায়।
দুই ছেলের পড়াশোনায় মাসে প্রায় ২০ হাজার টাকা খরচ হয় বলে জানান কবিরুজ্জামান। তবে নিজের অন্য কোনো সম্পদ, এমনকি বাড়িও নেই বলে জানান তিনি। তাহলে সাড়ে ৬ হাজার টাকা বেতনের চাকরিতে কীভাবে চলে জানতে চাইলে তিনি বলেন, ‘গাড়িতে গ্যাস দিই, এই সময় কেউ খুশি হয়ে কিছু দেয়। তা দিয়ে চালাতে হয়।’
কবিরুজ্জামান জানান, দুই ছেলে আগে টিউশনি করতেন। তবে কয়েক মাস আগে টিউশনি ছেড়ে দেন। তখন তিনি শোনেন যে, ছেলেরা রাজনীতি করছেন। এরপরও তাঁদের নিয়মিত টাকা পাঠাতেন। গতকাল রোববার সকালে তিনি শুনেছেন, ছেলেরা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। তবে এ অভিযোগ তিনি বিশ্বাস করতে চান না। তাঁর মতে, ছেলেরা ফেঁসে গেছেন।
কবিরুজ্জামান বলেন, ‘এদের জীবনটা আলাদা। তারা সুন্নত বলে কোনো দিন নিজেদের দাড়ি কামায়নি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। এরা চাঁদাবাজি করতে যাবে, এটা তো বিশ্বাস হয় না।’
ফিলিং স্টেশনটির কয়েকজন কর্মচারী নিশ্চিত করেছেন, কবিরুজ্জামানের রাজশাহীতে নিজের কোনো বাড়ি নেই। তিনি ভাড়া থাকেন। ছেলেরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে জেনে তাঁরা অবাক হয়েছেন।
আলমগীর জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তাঁর একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তাঁর মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
৬ মিনিট আগেঅন্তঃসত্ত্বা সাদিয়া দিশেহারা হয়ে গেলেন স্বামীর শেষ স্মৃতি গর্ভের সন্তানের নিরাপত্তার কথা ভেবে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বাবা শাহাব উদ্দিন ওরফে আব্দুর রাজ্জাক এসে তাঁকে নিয়ে গেলেন ঈশ্বরগঞ্জ উপজেলার পুনাইল গ্রামে নিজ বাড়িতে। এমন কঠিন দুঃসময়ে পাশে দাঁড়াননি শ্বশুরবাড়ির লোকজন। পাননি কোনো সান্ত্বনাও।
১০ মিনিট আগেসাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।
৩১ মিনিট আগেশ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত, তাতে জমেছে বৃষ্টির পানি। ছোট গাড়ি থেকে শুরু করে কনটেইনারবাহী ট্রাক পর্যন্ত এসব গর্তের ভেতর দিয়ে হেলেধুলে চলাচল করছে। যানজটও লেগে থাকছে দীর্ঘ সময়।
১ ঘণ্টা আগে