Ajker Patrika

ফরিদপুরে দুই ক্লিনিক বন্ধ

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৩৩
ফরিদপুরে দুই ক্লিনিক বন্ধ

প্রয়োজনীয় সনদপত্র না থাকা এবং সরকারি অধ্যাদেশ লঙ্ঘন করায় ফরিদপুর জেলা শহরের দুটি বেসরকারি ক্লিনিক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটি হলো আরামবাগ হাসপাতাল ও নিউ লাইফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। 

গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম রাজীব, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা বেগম। 

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা বেগম জানান, শুক্রবার দুপুর থেকে বেসরকারি ওই দুটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা কার্যকর হবে। তিনি আরও বলেন, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই দুই হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। সেখানে ভর্তি রোগীদের অন্যত্র নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত