Ajker Patrika

ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৭: ১৭
ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে চলমান বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেওয়া ও পরীক্ষার পরে চাহিদামতো রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার নামে প্রতারণা করে আসছিল একটি চক্র। এই প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানার নর্দ্দা সরকার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম বিধু চন্দ্র রায়। আজ শনিবার দুপুরে প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সাইদ নাসিরুল্লাহ। 

এডিসি নাসিরুল্লাহ জানান, ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন গ্রুপে অল্প খরচে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্ন ও পরীক্ষা দেওয়ার পর চাহিদামতো ফলাফল পরিবর্তনের প্রলোভনের পোস্ট দিয়ে সাধারণ শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করে আসছিল একটি চক্র। বিষয়টি সিটিটিসির সাইবার মনিটরিং টিমের নজরে এলে অভিযান চালিয়ে চক্রের অন্যতম মূল হোতা বিধু চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারের সময়ে বিধু চন্দ্রের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও বেশ কয়েকটি সিম উদ্ধার করা হয়। 

সাইদ নাসিরুল্লাহ আরও জানান, গ্রেপ্তার বিধু চন্দ্র রায় গত দেড় বছর প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা চালিয়ে আসছিল। এসএসসি পাস বিধু চন্দ্রের ফাঁদে পা দিয়ে অর্ধশতাধিক মানুষ প্রতারিত হয়েছে। প্রতারণার মাধ্যমে এখন পর্যন্ত কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে সিটিটিসি। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিধু চন্দ্র ফেসবুকে প্রতারণার একটি চক্র চালিয়ে আসছিল। তাঁর সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রের অন্য সদস্যরা পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। তার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত