সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের হলফনামা অনুযায়ী গত পাঁচ বছরে কমেছে তাঁর সম্পত্তি। নিজের পাশাপাশি স্ত্রীর সম্পদও কমে এসেছে। তবে বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য গত ২৯ নভেম্বর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন তিনি। এর আগে ২০১৪ সালের চেয়ে ২০১৮ সালে সম্পত্তি বেড়েছিল তাঁর।
এ ছাড়া দুটি গাড়ি ও দুটি অস্ত্র রয়েছে শামীম ওসমানের। তাঁর নামে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টা, দাঙ্গা সংঘটনের অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশন আইনে মামলা ছিল মোট ১৭টি। এর মধ্যে তিনটিতে হাইকোর্টের স্থগিতাদেশ, চারটিতে রাষ্ট্রপক্ষের আবেদনে প্রত্যাহার ও বাকি ১০ মামলায় খালাস ও অভিযোগের দায় থেকে অব্যাহতি পেয়েছেন।
হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, শামীম ওসমানের বর্তমান অস্থাবর সম্পত্তি ৭ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৫৪৭ টাকার; যা ২০১৮ সালে ছিল ১০ কোটি ৬০ লাখ ৭৪ হাজার ৮৩৯ টাকা।
২০১৮ সালে ৫৬ লাখ টাকা মূল্যমানের টয়োটা ল্যান্ডক্রুজার ভি-৮ গাড়ি ব্যবহারের কথা উল্লেখ করেছিলেন। এর সঙ্গে এখন আরও যোগ হয়েছে ৮১ লাখ টাকা দামের টয়োটা ল্যান্ডক্রুজার। এ ছাড়া ৩৫ হাজার টাকা দামের এনপিবি পিস্তল ছিল ২০১৮ সালে। এখন ১ লাখ ৫ হাজার টাকা দামের এনপিবি পিস্তল এবং ১ লাখ ২০ হাজার টাকা দামের ২২ বোরের রাইফেল রয়েছে তাঁর।
২০১৮ সালের সঙ্গে ২০২৩ সালে শামীম ওসমানের ১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৭৫০ টাকার সম্পত্তি অপরিবর্তিত রয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের হলফনামা অনুযায়ী গত পাঁচ বছরে কমেছে তাঁর সম্পত্তি। নিজের পাশাপাশি স্ত্রীর সম্পদও কমে এসেছে। তবে বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য গত ২৯ নভেম্বর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন তিনি। এর আগে ২০১৪ সালের চেয়ে ২০১৮ সালে সম্পত্তি বেড়েছিল তাঁর।
এ ছাড়া দুটি গাড়ি ও দুটি অস্ত্র রয়েছে শামীম ওসমানের। তাঁর নামে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টা, দাঙ্গা সংঘটনের অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশন আইনে মামলা ছিল মোট ১৭টি। এর মধ্যে তিনটিতে হাইকোর্টের স্থগিতাদেশ, চারটিতে রাষ্ট্রপক্ষের আবেদনে প্রত্যাহার ও বাকি ১০ মামলায় খালাস ও অভিযোগের দায় থেকে অব্যাহতি পেয়েছেন।
হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, শামীম ওসমানের বর্তমান অস্থাবর সম্পত্তি ৭ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৫৪৭ টাকার; যা ২০১৮ সালে ছিল ১০ কোটি ৬০ লাখ ৭৪ হাজার ৮৩৯ টাকা।
২০১৮ সালে ৫৬ লাখ টাকা মূল্যমানের টয়োটা ল্যান্ডক্রুজার ভি-৮ গাড়ি ব্যবহারের কথা উল্লেখ করেছিলেন। এর সঙ্গে এখন আরও যোগ হয়েছে ৮১ লাখ টাকা দামের টয়োটা ল্যান্ডক্রুজার। এ ছাড়া ৩৫ হাজার টাকা দামের এনপিবি পিস্তল ছিল ২০১৮ সালে। এখন ১ লাখ ৫ হাজার টাকা দামের এনপিবি পিস্তল এবং ১ লাখ ২০ হাজার টাকা দামের ২২ বোরের রাইফেল রয়েছে তাঁর।
২০১৮ সালের সঙ্গে ২০২৩ সালে শামীম ওসমানের ১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৭৫০ টাকার সম্পত্তি অপরিবর্তিত রয়েছে।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৫ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৮ মিনিট আগে