সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের হলফনামা অনুযায়ী গত পাঁচ বছরে কমেছে তাঁর সম্পত্তি। নিজের পাশাপাশি স্ত্রীর সম্পদও কমে এসেছে। তবে বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য গত ২৯ নভেম্বর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন তিনি। এর আগে ২০১৪ সালের চেয়ে ২০১৮ সালে সম্পত্তি বেড়েছিল তাঁর।
এ ছাড়া দুটি গাড়ি ও দুটি অস্ত্র রয়েছে শামীম ওসমানের। তাঁর নামে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টা, দাঙ্গা সংঘটনের অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশন আইনে মামলা ছিল মোট ১৭টি। এর মধ্যে তিনটিতে হাইকোর্টের স্থগিতাদেশ, চারটিতে রাষ্ট্রপক্ষের আবেদনে প্রত্যাহার ও বাকি ১০ মামলায় খালাস ও অভিযোগের দায় থেকে অব্যাহতি পেয়েছেন।
হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, শামীম ওসমানের বর্তমান অস্থাবর সম্পত্তি ৭ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৫৪৭ টাকার; যা ২০১৮ সালে ছিল ১০ কোটি ৬০ লাখ ৭৪ হাজার ৮৩৯ টাকা।
২০১৮ সালে ৫৬ লাখ টাকা মূল্যমানের টয়োটা ল্যান্ডক্রুজার ভি-৮ গাড়ি ব্যবহারের কথা উল্লেখ করেছিলেন। এর সঙ্গে এখন আরও যোগ হয়েছে ৮১ লাখ টাকা দামের টয়োটা ল্যান্ডক্রুজার। এ ছাড়া ৩৫ হাজার টাকা দামের এনপিবি পিস্তল ছিল ২০১৮ সালে। এখন ১ লাখ ৫ হাজার টাকা দামের এনপিবি পিস্তল এবং ১ লাখ ২০ হাজার টাকা দামের ২২ বোরের রাইফেল রয়েছে তাঁর।
২০১৮ সালের সঙ্গে ২০২৩ সালে শামীম ওসমানের ১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৭৫০ টাকার সম্পত্তি অপরিবর্তিত রয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের হলফনামা অনুযায়ী গত পাঁচ বছরে কমেছে তাঁর সম্পত্তি। নিজের পাশাপাশি স্ত্রীর সম্পদও কমে এসেছে। তবে বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য গত ২৯ নভেম্বর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন তিনি। এর আগে ২০১৪ সালের চেয়ে ২০১৮ সালে সম্পত্তি বেড়েছিল তাঁর।
এ ছাড়া দুটি গাড়ি ও দুটি অস্ত্র রয়েছে শামীম ওসমানের। তাঁর নামে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টা, দাঙ্গা সংঘটনের অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশন আইনে মামলা ছিল মোট ১৭টি। এর মধ্যে তিনটিতে হাইকোর্টের স্থগিতাদেশ, চারটিতে রাষ্ট্রপক্ষের আবেদনে প্রত্যাহার ও বাকি ১০ মামলায় খালাস ও অভিযোগের দায় থেকে অব্যাহতি পেয়েছেন।
হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, শামীম ওসমানের বর্তমান অস্থাবর সম্পত্তি ৭ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৫৪৭ টাকার; যা ২০১৮ সালে ছিল ১০ কোটি ৬০ লাখ ৭৪ হাজার ৮৩৯ টাকা।
২০১৮ সালে ৫৬ লাখ টাকা মূল্যমানের টয়োটা ল্যান্ডক্রুজার ভি-৮ গাড়ি ব্যবহারের কথা উল্লেখ করেছিলেন। এর সঙ্গে এখন আরও যোগ হয়েছে ৮১ লাখ টাকা দামের টয়োটা ল্যান্ডক্রুজার। এ ছাড়া ৩৫ হাজার টাকা দামের এনপিবি পিস্তল ছিল ২০১৮ সালে। এখন ১ লাখ ৫ হাজার টাকা দামের এনপিবি পিস্তল এবং ১ লাখ ২০ হাজার টাকা দামের ২২ বোরের রাইফেল রয়েছে তাঁর।
২০১৮ সালের সঙ্গে ২০২৩ সালে শামীম ওসমানের ১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৭৫০ টাকার সম্পত্তি অপরিবর্তিত রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৪ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৪ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১১ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৭ মিনিট আগে