নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় দিবসের তালিকা থেকে ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির মুখপাত্র কুতুব হিলালী, সদস্য সৌমিত্র দেব, মাহবুবসহ অন্তত ৬–৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ৭ মার্চ ও ১৫ আগস্ট দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বিক্ষোভ শুরু করেন ২৫–৩০ জন। এ সময় পাশ থেকে ২৫–৩০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং তাঁদের পিটিয়ে তাড়িয়ে দেয়। এতে ৬–৭ জন আহত হয়।
ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র বলে পরিচয় দেওয়া কুতুব হিলালী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, অনুমতি নিয়েই আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশটি করার জন্য বেলা ১২টার দিকে প্রেসক্লাবের সামনে যাই। বেলা সাড়ে ১২টার দিকে ব্যানার নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করার আগেই ২৫–৩০ জন লোক এসে অতর্কিত হামলা চালায়। এতে আমাকে ও আমাদের ৬–৭ জনকে তারা পিটিয়ে আহত করে। ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছি।
কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, হামলাকারীদের ২–৩ জনের মুখ চিনি তবে নাম জানি না। কর্মসূচি ঘোষণার পর থেকেই তা প্রতিহতের জন্য একটি মহল বলে আসছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি–জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যারা সমর্থন করে তারা এই হামলা করেছে।
জাতীয় দিবসের তালিকা থেকে ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির মুখপাত্র কুতুব হিলালী, সদস্য সৌমিত্র দেব, মাহবুবসহ অন্তত ৬–৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ৭ মার্চ ও ১৫ আগস্ট দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বিক্ষোভ শুরু করেন ২৫–৩০ জন। এ সময় পাশ থেকে ২৫–৩০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং তাঁদের পিটিয়ে তাড়িয়ে দেয়। এতে ৬–৭ জন আহত হয়।
ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র বলে পরিচয় দেওয়া কুতুব হিলালী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, অনুমতি নিয়েই আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশটি করার জন্য বেলা ১২টার দিকে প্রেসক্লাবের সামনে যাই। বেলা সাড়ে ১২টার দিকে ব্যানার নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করার আগেই ২৫–৩০ জন লোক এসে অতর্কিত হামলা চালায়। এতে আমাকে ও আমাদের ৬–৭ জনকে তারা পিটিয়ে আহত করে। ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছি।
কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, হামলাকারীদের ২–৩ জনের মুখ চিনি তবে নাম জানি না। কর্মসূচি ঘোষণার পর থেকেই তা প্রতিহতের জন্য একটি মহল বলে আসছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি–জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যারা সমর্থন করে তারা এই হামলা করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যে স্বাধীনতার জন্য জিয়াউর রহমান প্রাণ দিয়েছেন, খালেদা জিয়ার জীবন হুমকির মুখে, তারেক রহমান দেশের বাহিরে—সে গণতন্ত্র আজ হুমকির মুখে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়, দেশের ভৌগোলিক অখণ্ডতা আজ হুমকির মুখে।’
৮ মিনিট আগেগাভির মালিক নার্গিস আক্তার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের আবু বক্করের স্ত্রী। তাঁর স্বামী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। সরকার পতনের পর তিনি আত্মগোপনে রয়েছেন।
১১ মিনিট আগেময়লা ফেলে পরিত্যক্ত জায়গা দেখিয়ে পুকুর ভরাট করার অভিযোগে সিলেটে ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত সোমবার এই মামলাটি করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল হুদা। তবে বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হয়। ঘটনাটি ঘটে বিয়ানীবাজার উপজেলার ফতেপুর মৌজার নবাং গ্রামে।
১৪ মিনিট আগেভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন সচরাচর দেখা যায়। বিভিন্ন সংগঠনে নেতৃত্ব নির্বাচনের সঙ্গেও সবাই পরিচিত। কিন্তু এবার পাবনার চাটমোহরে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি পদের নির্বাচন নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৯ মিনিট আগে