নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মগবাজারের ওয়ারলেস মোড়ে অবস্থিত আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবন থেকে গ্যাস বের হচ্ছে। এই ভবনে গত রোববার বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে কাজ করছে। তিতাসের লাইন থেকেই গ্যাস বের হচ্ছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে তিতাস ফায়ার সার্ভিসকে বরাবরের মতো জানিয়েছে, তাদের কোনো গ্যাসলাইন সেখানে নেই।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের স্টেশন অফিসার ইউনুস আলী আজকের পত্রিকাকে বলেন, মাটির নিচ থেকে গ্যাস উঠেছে। তিতাস গ্যাস বলছে, তাদের গ্যাসের লাইন সেখানে নেই। কিন্তু ভেতর থেকে তো একটি লাইন ওপরে ওঠানো আছে। সেই লাইনের চাবির একটি অংশ ভাঙা রয়েছে। সেই লাইনের ১২ হাত দূরত্বে গ্যাস উঠছে। বেলা একটা পর্যন্ত গ্যাস বের হওয়া বন্ধ হয়নি। আমরা জায়গাটা পরিষ্কার করে নিরাপদ দূরত্ব পর্যন্ত সিল করে দিয়েছি।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘আজ রোববার সকাল সাড়ে ৯টায় ভবনটির পুলিশ ফোন করে জানায়, গ্যাস বের হচ্ছে এবং ধোঁয়ার মতো কিছু দেখা যাচ্ছে। ভবনে কিছুদিন আগে বিস্ফোরণে প্রাণহানির ঘটনা আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’
বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শনিবার রমনা থানা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিটে হস্তান্তর করা হয়।
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।
রাজধানীর মগবাজারের ওয়ারলেস মোড়ে অবস্থিত আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবন থেকে গ্যাস বের হচ্ছে। এই ভবনে গত রোববার বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে কাজ করছে। তিতাসের লাইন থেকেই গ্যাস বের হচ্ছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে তিতাস ফায়ার সার্ভিসকে বরাবরের মতো জানিয়েছে, তাদের কোনো গ্যাসলাইন সেখানে নেই।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের স্টেশন অফিসার ইউনুস আলী আজকের পত্রিকাকে বলেন, মাটির নিচ থেকে গ্যাস উঠেছে। তিতাস গ্যাস বলছে, তাদের গ্যাসের লাইন সেখানে নেই। কিন্তু ভেতর থেকে তো একটি লাইন ওপরে ওঠানো আছে। সেই লাইনের চাবির একটি অংশ ভাঙা রয়েছে। সেই লাইনের ১২ হাত দূরত্বে গ্যাস উঠছে। বেলা একটা পর্যন্ত গ্যাস বের হওয়া বন্ধ হয়নি। আমরা জায়গাটা পরিষ্কার করে নিরাপদ দূরত্ব পর্যন্ত সিল করে দিয়েছি।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘আজ রোববার সকাল সাড়ে ৯টায় ভবনটির পুলিশ ফোন করে জানায়, গ্যাস বের হচ্ছে এবং ধোঁয়ার মতো কিছু দেখা যাচ্ছে। ভবনে কিছুদিন আগে বিস্ফোরণে প্রাণহানির ঘটনা আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’
বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শনিবার রমনা থানা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিটে হস্তান্তর করা হয়।
মগবাজারে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চিকিৎসার জন্য দেশত্যাগের ঘটনায় এবার কিশোরগঞ্জ পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তর একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিকে (প্রশাসন)।
২ মিনিট আগেসিলেটে ১৫১ ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার মহাজনপট্টির গলি থেকে তাঁদের আটক করা হয়।
৭ মিনিট আগেপ্রশাসনের নির্লিপ্ততায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশত্যাগ করতে পেরেছেন বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের মিঠামইনে বিক্ষোভ মিছিল হয়েছে।
১০ মিনিট আগেছাত্রলীগ নেতাকে জিম্মি করে ও পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায় করতে গিয়ে ফেঁসে গেছেন ছাত্রদল পরিচয়ধারী তিনজন। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এই তিনজনকে আটক করে জিম্মি ছাত্রলীগ নেতাকে উদ্ধার করেছে। উদ্ধার ছাত্রলীগ নেতাকে আগের দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
১৪ মিনিট আগে