Ajker Patrika

শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চলছে, দাবি শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ১০
শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চলছে, দাবি শিক্ষামন্ত্রীর

চলতি বছর থেকে বাস্তবায়ন হওয়া নতুন শিক্ষাক্রম নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার আশুলিয়ায় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘যে বিষয় বইয়ে নেই, যে বিষয় যেভাবে নেই, যে কথা বইতে বলা হয়নি, যে ছবি বইতে নেই, মিথ্যাচার করে, ফটোশপ করে, এডিট করে সেগুলো আমাদের বইয়ের অংশ বলে একটি শ্রেণি অপপ্রচার চালাচ্ছে।’ 

শিক্ষাক্রম নিয়ে হুমকির শিকার হচ্ছেন জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘অপপ্রচার চালানোর পাশাপাশি লেখক, শিক্ষক, যেসব শিক্ষাবিদ-বিশেষজ্ঞরা জড়িত ছিলেন, আমরা যারা মন্ত্রণালয়ে আছি, আমাদের কদর্য ভাষায়, কুৎসিতভাবে ব্যক্তিগত আক্রমণ করে চলেছে এবং হুমকি দেওয়া হচ্ছে। তাদের উদ্দেশ্য যদি হতো বইগুলো সংশোধন, তাহলে নিশ্চয় তারা মিথ্যার আশ্রয় নিতেন না, মিথ্যাচার করতেন না, কদর্য আচরণ করতেন না এবং আমাদের হুমকি দিতেন না।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এসব অপপ্রচারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার আগে সত্যটা যাচাই করে নিন। বইগুলো ওয়েবসাইটে আছে, আপনার বাড়ির পাশের স্কুল আছে।’ 

পাঠ্যবইতে ভুল থাকলে সংশোধন করা হবে জানিয়ে দীপু মনি বলেন, ‘বইগুলোর মধ্যে ভুল থাকতে পারে। আমরা বলেছি—ভুল থাকলে চিহ্নিত হলে সঙ্গে সঙ্গে সংশোধন হবে। আমরা যখনই ভুল পাচ্ছি তখনই সংশোধন করে দিচ্ছি।’ 

সমাবর্তন বক্তা ছিলেন ভারতের হিমাচল প্রদেশের শুলিনী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক অতুল খোসলা। সমাবর্তন অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত