ঢামেক প্রতিবেদক
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সুমন বিশ্বাস (২০) নামের এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) বেলা ২টার দিকে গোপালগঞ্জ সদরের পাচুরিয়া এলাকায় ওই যুবক আহত হন। আহত অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়।
আহত সুমনের মা নিপা বিশ্বাস বলেন, ‘দুপুরে খবর পাই, আমার ছেলের শরীরে গুলি লেগেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সদর হাসপাতালে গিয়ে তাকে আহত অবস্থায় পাই। সেখানকার চিকিৎসকেরা তাকে ঢাকায় পাঠিয়ে দেন। তার বাবার নাম সুশীল বিশ্বাস। বাড়ি সদর উপজেলার মোহাম্মদপাড়ায়।’
আহত সুমন জানান, তিনি সদরের পাচুরিয়া এলাকার এনএসআই কোয়ার্টারের পেছনে একটি পানি সরবরাহকারী কোম্পানিতে চাকরি করেন। দুপুরে সংঘর্ষ দেখে কাজ ছেড়ে বাড়িতে চলে যাওয়ার জন্য বের হন। তবে সেখানে অনেক সংঘর্ষ চলছিল। এ জন্য সেখানে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় একটি গুলি এসে তাঁর পেটের ডান পাশের পেছনের দিকে লাগে। গুলিটি বেরিয়ে যায় পেটের সামনের দিক দিয়ে। তখন ডান হাতের কনিষ্ঠ আঙুলও বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, তাঁর পেটের সামনে ও পাশে দুটি ছিদ্র রয়েছে। এ ছাড়া ডান হাতের একটি আঙুলও ক্ষত হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যার দিকে আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সুমন বিশ্বাস (২০) নামের এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) বেলা ২টার দিকে গোপালগঞ্জ সদরের পাচুরিয়া এলাকায় ওই যুবক আহত হন। আহত অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়।
আহত সুমনের মা নিপা বিশ্বাস বলেন, ‘দুপুরে খবর পাই, আমার ছেলের শরীরে গুলি লেগেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সদর হাসপাতালে গিয়ে তাকে আহত অবস্থায় পাই। সেখানকার চিকিৎসকেরা তাকে ঢাকায় পাঠিয়ে দেন। তার বাবার নাম সুশীল বিশ্বাস। বাড়ি সদর উপজেলার মোহাম্মদপাড়ায়।’
আহত সুমন জানান, তিনি সদরের পাচুরিয়া এলাকার এনএসআই কোয়ার্টারের পেছনে একটি পানি সরবরাহকারী কোম্পানিতে চাকরি করেন। দুপুরে সংঘর্ষ দেখে কাজ ছেড়ে বাড়িতে চলে যাওয়ার জন্য বের হন। তবে সেখানে অনেক সংঘর্ষ চলছিল। এ জন্য সেখানে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় একটি গুলি এসে তাঁর পেটের ডান পাশের পেছনের দিকে লাগে। গুলিটি বেরিয়ে যায় পেটের সামনের দিক দিয়ে। তখন ডান হাতের কনিষ্ঠ আঙুলও বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, তাঁর পেটের সামনে ও পাশে দুটি ছিদ্র রয়েছে। এ ছাড়া ডান হাতের একটি আঙুলও ক্ষত হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সন্ধ্যার দিকে আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।
দুই দিনের টানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তৃতীয় দফায় প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল।
২ মিনিট আগেস্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদর রোড আটকে বিক্ষোভ করেছে স্কুলশিক্ষার্থীরা। ৩০-৪০ জন শিক্ষার্থী আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে অশ্বিনীকুমার টাউন হলের সামনের সদর রোডে বসে পড়ে স্লোগান দিতে থাকে। এতে ব্যস্ততম এই সড়কের দুই পাশে যানবাহন আটকে দুর্ভোগের সৃষ্টি হয়। এদিকে স্বাস্থ্য
৪ মিনিট আগেনারী শিক্ষার্থীকে অশালীন প্রস্তাব ও যৌন সম্পর্কের ইঙ্গিতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. রুবেলের সব ক্লাস বর্জন করেছেন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ডিসিপ্লিনের শিক্ষার্থীরা লিখিত বিবৃতিতে এসব কথা জানান।
১৫ মিনিট আগেপ্রধান উপদেষ্টার উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘আমি ড. ইউনূসকে প্রশ্ন করব, আপনি জুলাই ঘোষণাপত্র দিতে দেননি কেন? জুলাই ঘোষণাপত্র দেওয়া জনগণের অধিকার। সেই অধিকার কেড়ে নিলেন কেন? ছাত্ররা গত বছর ও এই বছরের প্রথমে ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করেছে। মিথ্যা কথা বলে আপনি তাদের ঘোষণাপত্র দিতে দেননি।’
১৮ মিনিট আগে