Ajker Patrika

বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা, শ্বাসরোধে হত্যার অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা, শ্বাসরোধে হত্যার অভিযোগ

সাভারের পৌর এলাকায় হাজেরা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধাকে হাত, পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিনোদবাইদ এলাকার মৃত শাখাওয়াতের ষষ্ঠ তলা বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। বাড়ির নিরাপত্তা প্রহরী বলছে, বাসা ভাড়া নেওয়ার কথা বলে আসা বোরকা পরিহিত এক নারী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। 

নিহত হাজেরা খাতুন মৃত শাখাওয়াত হোসেনের দ্বিতীয় স্ত্রী। শাখাওয়াত হোসেন বাড়ি মানিকগঞ্জ এলাকায়। এই বাড়িতে হাজেরা খাতুন একাই থাকতেন ও বাড়িটি দেখাশোনা করতেন। 

বাড়ির নিরাপত্তা প্রহরী সাইদুল রহমান বলেন, আজ দুপুরে বোরকা পরিহিত এক নারী বাসা ভাড়ার কথা বলে হাজেরা খাতুনের কাছে ৪ তলার রুমে যান। সঙ্গে সিকিউরিটি গার্ড সাইদুলও যান। কিছুক্ষণ পর সাইদুলকে দরজার বাইরে যেতে বলেন ওই নারী ও হাজেরা খাতুন। সে সময় ছাদের ওপরে শ্রমিকেরা কাজ করছিল। পরে সেখান থেকে ছাদের কাজ দেখতে চলে যান সাইদুল। এর মধ্যে বৃষ্টিও চলে আসে। বৃষ্টির পর সাইদুল নিচে দরজা খোলা দেখে ভেতরে যেতেই হাজেরা বেগমের হাত দড়ি দিয়ে, পা ওড়না দিয়ে, মুখ স্কচটেপ দিয়ে বাঁধা। এ সময় সেখানে ওই বোরকা পরা নারীও ছিলেন না। পরে ছাদে থাকা মিস্ত্রি ও সাইদুল মিলে হাত, পা ও মুখের বাঁধন খুলে দিয়ে হাজেরা খাতুনের নিশ্বাস বন্ধ অবস্থায় পান। পরে তিনি ৯৯৯ এ কল দিয়ে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘দুপুরে ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখানে একজন বৃদ্ধার মরদেহ পড়ে থাকা অবস্থায় পেয়েছি। স্থানীয়দের কাছে জানতে পেরেছি দুপুরে কোনো একজন নারী বোরকা পড়ে বাসায় ঢুকেছিল। এই বাড়িতে সিসিটিভি রয়েছে সেগুলোর ফুটেজ দেখার চেষ্টা করছি।’ 

এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে তারাও ঘটনাস্থলে আসছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত