নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে গেছে। চিরচেনা যানজট, কোলাহল, হকারদের হাঁকডাক আর গাড়ির তীব্র হর্ন নেই বললেই চলে। ব্যস্ত এই নগরীর ফাঁকা রাস্তাগুলোতে একদিকে যেমন অনেকেই পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অন্যদিকে কিছু কিছু যানবাহন ছুটছে বেপরোয়া গতিতে। তবে এর মাঝেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, শান্তিনগর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবনসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঈদের ছুটিতে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর চিত্র একেবারেই পাল্টে গেছে। সাধারণত যেখানে যানজটে নাকাল হতে হয়, সেখানে এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন নগরবাসী। গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম। এতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে বাসের জন্য।
শান্তিনগরে এক বাসযাত্রী কাশেম হাওলাদার বলেন, ‘পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শান্তিনগর মাত্র কয়েক মিনিটে চলে এসেছি। অথচ অন্য সময় এইটুকু রাস্তা আসতে ঘণ্টা পার হয়ে যেত। রাস্তায় কোথাও যানজট নেই, এক টানে চলে আসতে পেরেছি।’
গণপরিবহন চালকদের জন্য যদিও রাস্তা ফাঁকা থাকাটা স্বস্তির, তবে যাত্রী সংকটের কারণে লোকসান গুনতে হচ্ছে তাদের। খিলগাঁও জোড়পুকুরের লেগুনা চালক জালাল মিয়া বলেন, ‘রাস্তা ফাঁকা, যাত্রীও নাই তেমন। একটা গাড়ি ভরতে ঘণ্টারও বেশি সময় লাগতেছে।’
ফাঁকা ঢাকায় যাত্রী সংকটে ভুগছেন বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপস চালকেরাও। পল্টন এলাকায় এক চালক সাজ্জাদ হোসেন বলেন, ‘ফাঁকা রাস্তায় গাড়ি চালাইতে ভালোই লাগতেছে। কিন্তু যাত্রী কমই পাওয়া যাচ্ছে, অ্যাপসেও তেমন ট্রিপ আসছে না।’
যানজটমুক্ত শহরে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। পরিবার নিয়ে তেজগাঁও থেকে হাতিরঝিলে ঘুরতে আসা আসমা আক্তার বলেন, ‘অন্যান্য দিনেও ঘুরতে আসা হয় এখানে, কিন্তু আজকে গাড়িও কম, মানুষও খুব বেশি নাই। তাই পরিবার নিয়ে এখানে আসা।’
তবে ফাঁকা রাজধানীতেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে ৭১টি চেকপোস্ট। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৬৭টি টহল টিম রাস্তায় আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে সেনাবাহিনীর তল্লাশি চৌকি। ডিএমপি জানিয়েছে, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীতে অন্তত ১৫ হাজার পুলিশ তৎপর রয়েছে।
থানা-পুলিশের বাইরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) পুলিশ দল, পুলিশের বিশেষায়িত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) সক্রিয় রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে গেছে। চিরচেনা যানজট, কোলাহল, হকারদের হাঁকডাক আর গাড়ির তীব্র হর্ন নেই বললেই চলে। ব্যস্ত এই নগরীর ফাঁকা রাস্তাগুলোতে একদিকে যেমন অনেকেই পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অন্যদিকে কিছু কিছু যানবাহন ছুটছে বেপরোয়া গতিতে। তবে এর মাঝেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, শান্তিনগর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মৎস্য ভবনসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঈদের ছুটিতে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর চিত্র একেবারেই পাল্টে গেছে। সাধারণত যেখানে যানজটে নাকাল হতে হয়, সেখানে এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন নগরবাসী। গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম। এতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে বাসের জন্য।
শান্তিনগরে এক বাসযাত্রী কাশেম হাওলাদার বলেন, ‘পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শান্তিনগর মাত্র কয়েক মিনিটে চলে এসেছি। অথচ অন্য সময় এইটুকু রাস্তা আসতে ঘণ্টা পার হয়ে যেত। রাস্তায় কোথাও যানজট নেই, এক টানে চলে আসতে পেরেছি।’
গণপরিবহন চালকদের জন্য যদিও রাস্তা ফাঁকা থাকাটা স্বস্তির, তবে যাত্রী সংকটের কারণে লোকসান গুনতে হচ্ছে তাদের। খিলগাঁও জোড়পুকুরের লেগুনা চালক জালাল মিয়া বলেন, ‘রাস্তা ফাঁকা, যাত্রীও নাই তেমন। একটা গাড়ি ভরতে ঘণ্টারও বেশি সময় লাগতেছে।’
ফাঁকা ঢাকায় যাত্রী সংকটে ভুগছেন বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপস চালকেরাও। পল্টন এলাকায় এক চালক সাজ্জাদ হোসেন বলেন, ‘ফাঁকা রাস্তায় গাড়ি চালাইতে ভালোই লাগতেছে। কিন্তু যাত্রী কমই পাওয়া যাচ্ছে, অ্যাপসেও তেমন ট্রিপ আসছে না।’
যানজটমুক্ত শহরে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। পরিবার নিয়ে তেজগাঁও থেকে হাতিরঝিলে ঘুরতে আসা আসমা আক্তার বলেন, ‘অন্যান্য দিনেও ঘুরতে আসা হয় এখানে, কিন্তু আজকে গাড়িও কম, মানুষও খুব বেশি নাই। তাই পরিবার নিয়ে এখানে আসা।’
তবে ফাঁকা রাজধানীতেও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে ৭১টি চেকপোস্ট। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬৬৭টি টহল টিম রাস্তায় আছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে সেনাবাহিনীর তল্লাশি চৌকি। ডিএমপি জানিয়েছে, বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীতে অন্তত ১৫ হাজার পুলিশ তৎপর রয়েছে।
থানা-পুলিশের বাইরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) পুলিশ দল, পুলিশের বিশেষায়িত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) সক্রিয় রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৯ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৯ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২২ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২৩ মিনিট আগে