নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহফুজা খানমকে শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। আজ বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে বিদায় জানান সহকর্মী, স্বজন, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর মরদেহ নেওয়া হয় ডাকসু প্রাঙ্গণেও।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সাবেক এই ছাত্রনেতাকে দাফন করা হয়।
আজ সকালে বৃষ্টির মধ্যে মাহফুজা খানমের মরদেহ নিয়ে আসা হয় শহীদ মিনার প্রাঙ্গণে। শুরুতে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় খেলাঘর আসর, ছাত্র ইউনিয়ন, এশিয়াটিক সোসাইটিসহ নানা প্রতিষ্ঠান তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা জানাতে আসেন ডাকসুর আরও এক সাবেক ভিপি ও নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাসদের নেতা মুশতাক হোসেন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কচি-কাঁচার মেলা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গেরিলা ১৯৭১, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ঐক্য ন্যাপ, নারী প্রগতি সংঘ, বাংলাদেশ মহিলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাংলাদেশ জাসদ, গণফোরাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ন্যাশনাল আওয়ামী পার্টি—ন্যাপ, শান্তি পরিষদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, গণসংগীত সমন্বয় পরিষদ, ক্ষেত-মজুর সমিতি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
গতকাল মঙ্গলবার সকালে মাহফুজা খানম বাসা থেকে বের হয়ে পথে অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মাহফুজা খানমের জন্ম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল, কলকাতায়। ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হন তিনি। এখন পর্যন্ত ডাকসুর একমাত্র নারী ভিপি তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৬ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মাহফুজা খানম। এরপর ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেলেও রাজনৈতিক কারণে তাঁকে পাসপোর্ট দেয়নি তৎকালীন পাকিস্তান সরকার।
কর্মজীবনে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতায় নিযুক্ত থাকা অধ্যাপক মাহফুজা খানম এশিয়াটিক সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন। কেন্দ্রীয় খেলাঘর আসরেরও চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন তিনি।
শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান মাহফুজা খানম।
১৯৬৯ সালের ৮ ফেব্রুয়ারি প্রখ্যাত আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহফুজা খানমকে শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে। আজ বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে বিদায় জানান সহকর্মী, স্বজন, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর মরদেহ নেওয়া হয় ডাকসু প্রাঙ্গণেও।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সাবেক এই ছাত্রনেতাকে দাফন করা হয়।
আজ সকালে বৃষ্টির মধ্যে মাহফুজা খানমের মরদেহ নিয়ে আসা হয় শহীদ মিনার প্রাঙ্গণে। শুরুতে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় খেলাঘর আসর, ছাত্র ইউনিয়ন, এশিয়াটিক সোসাইটিসহ নানা প্রতিষ্ঠান তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা জানাতে আসেন ডাকসুর আরও এক সাবেক ভিপি ও নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাসদের নেতা মুশতাক হোসেন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কচি-কাঁচার মেলা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গেরিলা ১৯৭১, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ঐক্য ন্যাপ, নারী প্রগতি সংঘ, বাংলাদেশ মহিলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাংলাদেশ জাসদ, গণফোরাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ন্যাশনাল আওয়ামী পার্টি—ন্যাপ, শান্তি পরিষদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, গণসংগীত সমন্বয় পরিষদ, ক্ষেত-মজুর সমিতি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
গতকাল মঙ্গলবার সকালে মাহফুজা খানম বাসা থেকে বের হয়ে পথে অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মাহফুজা খানমের জন্ম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল, কলকাতায়। ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হন তিনি। এখন পর্যন্ত ডাকসুর একমাত্র নারী ভিপি তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৬ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মাহফুজা খানম। এরপর ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেলেও রাজনৈতিক কারণে তাঁকে পাসপোর্ট দেয়নি তৎকালীন পাকিস্তান সরকার।
কর্মজীবনে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতায় নিযুক্ত থাকা অধ্যাপক মাহফুজা খানম এশিয়াটিক সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন। কেন্দ্রীয় খেলাঘর আসরেরও চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন তিনি।
শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান মাহফুজা খানম।
১৯৬৯ সালের ৮ ফেব্রুয়ারি প্রখ্যাত আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদকে বিয়ে করেন তিনি। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।
বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। দুর্ঘটনার পর টানা কয়েক দিন বন্ধ ছিল এ ক্যাম্পাস। মাঝখানে কয়েক দিন ক্যাম্পাস খোলা থাকলেও হয়নি শ্রেণি কার্যক্রম।
১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগে