Ajker Patrika

রাস্তা নিয়ে বিরোধে বড় ভাইয়ের মাথায় ছোট ভাইয়ের কোপ

রাস্তা নিয়ে বিরোধে বড় ভাইয়ের মাথায় ছোট ভাইয়ের কোপ

গাজীপুরের শ্রীপুরে রাস্তা নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের মাথা ফাটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। আজ বুধবার দুপুরের দিকে পৌরসভার ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী দুলাল মিয়া শ্রীপুর পৌর শহরের মৃত তাহের আলীর ছেলে। অভিযুক্তেরা হলো, মৃত তাহের আলীর ছেলে বেলাল হোসেন (৪৫), হেলাল হোসেন (৪০), শহিদুল ইসলাম (৩০), ও কফিল উদ্দিন (২৮)। অভিযুক্ত সবাই আহত কৃষকের সহোদর ভাই। 

ভুক্তভোগী কৃষক দুলাল মিয়া জানান, আমার ভাইয়েরা আমার বসতঘর ভাঙার চেষ্টা করলে আমি ও আমার স্ত্রী বাঁধা দেই। এ সময় তাঁরা রাম দা দিয়ে সজোরে আমার মাথায় কোপ দিলে আমি মাটিতে পড়ে যাই। তখন আমার ভাইয়েরা আমার থাকার একমাত্র খুপরি ঘর ভেঙে দেয়। আমার স্ত্রীকেও মারধর করে তারা। জীবন বাঁচাতে আমার স্ত্রী বাড়ি থেকে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করে। এ সময় আমার ছেলে হৃদয় আমাকে উদ্ধার করতে এগিয়ে এলে তাঁকেও মারপিট করে।

এ বিষয়ে অভিযুক্ত বেলাল হোসেন বলেন, ‘আমাদের বাড়ি থেকে চলাচলের কোন রাস্তা নেই। দুলালের ঘরের সামনে দিয়ে রাস্তা করতে চাইলে দুলাল বাঁধা দেয়। এরপর আমরা চলে আসি।’ 

ভুক্তভোগী দুলালের মাথায় আঘাত করার বিষয়ে তিনি কোন জবাব দেয়নি।

শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান মণ্ডল বলেন, ‘গতকাল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। মারধরের বিষয়টি মাত্র শুনেছি।’

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত