Ajker Patrika

নাশকতার অভিযোগ: বিএনপি নেতা আমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৭: ২৩
নাশকতার অভিযোগ: বিএনপি নেতা আমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী সাক্ষ্য দেন।

মামলা দায়েরের ১০ বছর পর মামলায় প্রথম সাক্ষ্য দেন বাদী এসআই মো. কেরামত আলী। সাক্ষ্য শেষে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে বিচারক এ কে এম রকিবুল হাসান পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেন।

ওই আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল সাক্ষ্য শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর ১৮ দলের ডাকা সড়ক, রেল ও নৌপথ অবরোধের অংশ হিসেবে নেতা-কর্মীরা কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় যানবাহনের গতিরোধসহ গাড়ি ভাঙচুর করেন। একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। পুলিশ সেখানে উপস্থিত হয়ে বাধা দিলে বিএনপির নেতা-কর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।

এ ঘটনায় পরদিন কেরানীগঞ্জ মডেল থানার এসআই কেরামত আলী বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে একই থানার এসআই অশোক কুমার ২০১৪ সালের ১৭ জুলাই ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গত বছর ২০ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত