নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জামাত। আজ রোববার সকাল ৭টায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
ধর্মপ্রাণ মুসলমানরা আজ ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদ্যাপন করছেন। স্রষ্টার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি শুরু হয়ে গেছে।
আবহাওয়া ভালো থাকায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল ৮টায়। আর প্রথম জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ আতাউর রহমান। বেলা পৌনে ১১টা পর্যন্ত এই মসজিদে মোট পাঁচ দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
দেশের কোটি কোটি মুসলমান ঈদুল আজহার দিন সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন শুরু করেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এককাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেছেন।
ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররমে সকাল ১১টা পর্যন্ত ঈদের মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবারও বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করছেন। সকাল সাড়ে ৮টায় দরবার হলে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্বাভাবিক সময়ে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে জনসাধারণের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। করোনা সংক্রমণের কারণে রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০২০ পরবর্তীসময়ে পাঁচটি ঈদের নামাজ দরবার হলে আদায় করেছেন। এর ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহার নামাজও বঙ্গভবনের দরবার হলে আদায় করছেন তিনি।
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম জামাত। আজ রোববার সকাল ৭টায় পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
ধর্মপ্রাণ মুসলমানরা আজ ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদ্যাপন করছেন। স্রষ্টার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করছেন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি শুরু হয়ে গেছে।
আবহাওয়া ভালো থাকায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল ৮টায়। আর প্রথম জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ আতাউর রহমান। বেলা পৌনে ১১টা পর্যন্ত এই মসজিদে মোট পাঁচ দফায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
দেশের কোটি কোটি মুসলমান ঈদুল আজহার দিন সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন শুরু করেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এককাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে নিজের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেছেন।
ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররমে সকাল ১১টা পর্যন্ত ঈদের মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবারও বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কিছু কর্মকর্তার সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করছেন। সকাল সাড়ে ৮টায় দরবার হলে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্বাভাবিক সময়ে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে জনসাধারণের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। করোনা সংক্রমণের কারণে রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০২০ পরবর্তীসময়ে পাঁচটি ঈদের নামাজ দরবার হলে আদায় করেছেন। এর ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহার নামাজও বঙ্গভবনের দরবার হলে আদায় করছেন তিনি।
পটুয়াখালী সদরে স্থানীয় বিএনপি নেতাদের চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া এক যুবকের বাবার ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত আবদুল হাকিম (৬৮) বড় বিঘাই ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৬ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার আমিন সওদাগরের পুকুর থেকে লাশটি উদ্ধার হয়। ওই নারীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্যের...
৯ মিনিট আগেপঞ্চগড় পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ লক্ষাধিক টাকাসহ ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল রোববার রাতে পৌরসভার ডোকরোপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক।
১৫ মিনিট আগেনড়াইলের লোহাগড়ায় ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ আগস্ট) বেলা ২টার দিকে কালনা-লোহাগড়া-নড়াইল সড়কের টি চর-কালনা প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে