উত্তরা (ঢাকা) প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরখান থানা-পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরখানের মুন্ডা এলাকা থেকে গত ১৬ এপ্রিল ওই কিশোরীকে অপহরণ করা হয়। পরে গত শনিবার ভুক্তভোগী ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তরার আবদুল্লাহপুরে রেখে পালিয়ে যায় ইস্রাফিল।
খবর পেয়ে ভুক্তভোগীর বাবা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পরদিন গতকাল রোববার রাতে তার বাবা বাদী হয়ে অপহরণ করে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। মামলার পর দক্ষিণখানের চালাবন ভাই ভাই মার্কেটের জনৈক অ্যাডভোকেট শাহ আলমের ভাড়া বাসা থেকে সেদিন গভীর রাতে ইস্রাফিলকে গ্রেপ্তার করে পুলিশ। ইস্রাফিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের মহসিন উদ্দিন ভূঁইয়ার ছেলে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ের সঙ্গে ইস্রাফিলের ফেসবুকে পরিচয়। পরে ওই ছেলে আমার মেয়েকে কু-প্রস্তাব দেয়। কিন্তু মেয়ে রাজি না হওয়ায় গত ১৬ এপ্রিল স্কুলে যাওয়ার সময় একটি সিএনজিতে করে অপহরণ করে। এরপর আমরা কোথাও খোঁজাখুঁজি করে মেয়েকে পাইনি। পরে গত শনিবার একটি অজ্ঞাত নম্বর থেকে আমার মেয়ে ফোন করে বলে—“আমি অসুস্থ অবস্থায় আবদুল্লাহপুরে আছি। আমাকে নিয়ে যাও। ” তারপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’
এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৬ এপ্রিল ১৪ বছর বয়সী এক ছাত্রীকে অপহরণ করে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বাবা থানায় একটি মামলা করেন। মামলার পর ওই রাতেই অভিযান চালিয়ে আসামি ইস্রাফিলকে দক্ষিণখানের ভাই ভাই মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, ‘ইস্রাফিল ভুক্তভোগী ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়েছিল। পরে সে রাজি না হওয়া তাকে অপহরণ করে ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে ভুক্তভোগীর বাবা মামলার অভিযোগে উল্লেখ করেছেন। বর্তমানে ওই ভুক্তভোগী ছাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরখান থানা-পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরখানের মুন্ডা এলাকা থেকে গত ১৬ এপ্রিল ওই কিশোরীকে অপহরণ করা হয়। পরে গত শনিবার ভুক্তভোগী ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তরার আবদুল্লাহপুরে রেখে পালিয়ে যায় ইস্রাফিল।
খবর পেয়ে ভুক্তভোগীর বাবা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পরদিন গতকাল রোববার রাতে তার বাবা বাদী হয়ে অপহরণ করে ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। মামলার পর দক্ষিণখানের চালাবন ভাই ভাই মার্কেটের জনৈক অ্যাডভোকেট শাহ আলমের ভাড়া বাসা থেকে সেদিন গভীর রাতে ইস্রাফিলকে গ্রেপ্তার করে পুলিশ। ইস্রাফিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের মহসিন উদ্দিন ভূঁইয়ার ছেলে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ের সঙ্গে ইস্রাফিলের ফেসবুকে পরিচয়। পরে ওই ছেলে আমার মেয়েকে কু-প্রস্তাব দেয়। কিন্তু মেয়ে রাজি না হওয়ায় গত ১৬ এপ্রিল স্কুলে যাওয়ার সময় একটি সিএনজিতে করে অপহরণ করে। এরপর আমরা কোথাও খোঁজাখুঁজি করে মেয়েকে পাইনি। পরে গত শনিবার একটি অজ্ঞাত নম্বর থেকে আমার মেয়ে ফোন করে বলে—“আমি অসুস্থ অবস্থায় আবদুল্লাহপুরে আছি। আমাকে নিয়ে যাও। ” তারপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’
এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৬ এপ্রিল ১৪ বছর বয়সী এক ছাত্রীকে অপহরণ করে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বাবা থানায় একটি মামলা করেন। মামলার পর ওই রাতেই অভিযান চালিয়ে আসামি ইস্রাফিলকে দক্ষিণখানের ভাই ভাই মার্কেট এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, ‘ইস্রাফিল ভুক্তভোগী ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিয়েছিল। পরে সে রাজি না হওয়া তাকে অপহরণ করে ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে ভুক্তভোগীর বাবা মামলার অভিযোগে উল্লেখ করেছেন। বর্তমানে ওই ভুক্তভোগী ছাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।’
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৫ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩০ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৪ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে