নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আউটসোর্সিংয়ের কাজ শেখানোর নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শনিবার রাজধানীর লালবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুকান্ত বিশ্বাস (২৪), মানব বৈদ্য (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে অপরাধকাজে ব্যবহৃত ছয়টি মোবাইল, ১৪টি সিম জব্দ করা হয়। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি দীর্ঘদিন সিমগুলো ব্যবহার করে প্রতারণা করত। কখনো সরকারি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা করত। এরপর সিম নম্বরগুলো বন্ধ করে দিত, আবার সেগুলো থেকে ওটিপি গ্রহণ করে নতুন হোয়াটসঅ্যাপ চালু করে ব্যবহার করত। এসব অ্যাকাউন্ট থেকে পুলিশসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিচয়ে প্রতারণাসহ লোকজনকে আউটসোর্সিংয়ের কাজ দেওয়াসহ নানাভাবে প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নেয়।
পুলিশ জানায়, তাদের প্রতারণার শিকার হন এক ভুক্তভোগী। তিনি আউটসোর্সিং কাজের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেখতেন। কাজের পাশাপাশি একটু বাড়তি আয়ের জন্য অনলাইন মাধ্যমগুলোতে খোঁজ করতে গিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টে পার্টটাইম কাজের জন্য একটি মেসেজ দেখতে পান। পরে যোগাযোগ করলে টেলিগ্রামের একটি গ্রুপে অ্যাড করে দিলে সেখানে আরও অনেক মেম্বার দেখতে পান। টেলিগ্রাম গ্রুপে কাজ শেখার জন্য ১০ হাজার টাকা ফি দেওয়ার (ডিপোজিট) জন্য বলা হয়।
পরে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে প্রতারক চক্রটি ডিপোজিট অ্যাকাউন্ট খোলে এবং কাজের কিছু নির্দেশনা দেয়। কাজ শেষে টেলিগ্রামে যোগাযোগের চেষ্টা করলে তারা আর মেসেজ সিন করে না। এতে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পেরে গত ৪ মার্চ ডিএমপির পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা করেন ওই ভুক্তভোগী। ওই মামলার সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করে সিআইডি। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আউটসোর্সিংয়ের কাজ শেখানোর নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শনিবার রাজধানীর লালবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুকান্ত বিশ্বাস (২৪), মানব বৈদ্য (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে অপরাধকাজে ব্যবহৃত ছয়টি মোবাইল, ১৪টি সিম জব্দ করা হয়। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি দীর্ঘদিন সিমগুলো ব্যবহার করে প্রতারণা করত। কখনো সরকারি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা করত। এরপর সিম নম্বরগুলো বন্ধ করে দিত, আবার সেগুলো থেকে ওটিপি গ্রহণ করে নতুন হোয়াটসঅ্যাপ চালু করে ব্যবহার করত। এসব অ্যাকাউন্ট থেকে পুলিশসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিচয়ে প্রতারণাসহ লোকজনকে আউটসোর্সিংয়ের কাজ দেওয়াসহ নানাভাবে প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নেয়।
পুলিশ জানায়, তাদের প্রতারণার শিকার হন এক ভুক্তভোগী। তিনি আউটসোর্সিং কাজের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেখতেন। কাজের পাশাপাশি একটু বাড়তি আয়ের জন্য অনলাইন মাধ্যমগুলোতে খোঁজ করতে গিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টে পার্টটাইম কাজের জন্য একটি মেসেজ দেখতে পান। পরে যোগাযোগ করলে টেলিগ্রামের একটি গ্রুপে অ্যাড করে দিলে সেখানে আরও অনেক মেম্বার দেখতে পান। টেলিগ্রাম গ্রুপে কাজ শেখার জন্য ১০ হাজার টাকা ফি দেওয়ার (ডিপোজিট) জন্য বলা হয়।
পরে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে প্রতারক চক্রটি ডিপোজিট অ্যাকাউন্ট খোলে এবং কাজের কিছু নির্দেশনা দেয়। কাজ শেষে টেলিগ্রামে যোগাযোগের চেষ্টা করলে তারা আর মেসেজ সিন করে না। এতে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পেরে গত ৪ মার্চ ডিএমপির পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা করেন ওই ভুক্তভোগী। ওই মামলার সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করে সিআইডি। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
১ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে