Ajker Patrika

টেলিগ্রামে আউটসোর্সিংয়ের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতারণার অভিযোগে যুবক। ছবি: আজকের পত্রিকা
প্রতারণার অভিযোগে যুবক। ছবি: আজকের পত্রিকা

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আউটসোর্সিংয়ের কাজ শেখানোর নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শনিবার রাজধানীর লালবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুকান্ত বিশ্বাস (২৪), মানব বৈদ্য (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে অপরাধকাজে ব্যবহৃত ছয়টি মোবাইল, ১৪টি সিম জব্দ করা হয়। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি দীর্ঘদিন সিমগুলো ব্যবহার করে প্রতারণা করত। কখনো সরকারি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা করত। এরপর সিম নম্বরগুলো বন্ধ করে দিত, আবার সেগুলো থেকে ওটিপি গ্রহণ করে নতুন হোয়াটসঅ্যাপ চালু করে ব্যবহার করত। এসব অ্যাকাউন্ট থেকে পুলিশসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিচয়ে প্রতারণাসহ লোকজনকে আউটসোর্সিংয়ের কাজ দেওয়াসহ নানাভাবে প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নেয়।

পুলিশ জানায়, তাদের প্রতারণার শিকার হন এক ভুক্তভোগী। তিনি আউটসোর্সিং কাজের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেখতেন। কাজের পাশাপাশি একটু বাড়তি আয়ের জন্য অনলাইন মাধ্যমগুলোতে খোঁজ করতে গিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টে পার্টটাইম কাজের জন্য একটি মেসেজ দেখতে পান। পরে যোগাযোগ করলে টেলিগ্রামের একটি গ্রুপে অ্যাড করে দিলে সেখানে আরও অনেক মেম্বার দেখতে পান। টেলিগ্রাম গ্রুপে কাজ শেখার জন্য ১০ হাজার টাকা ফি দেওয়ার (ডিপোজিট) জন্য বলা হয়।

পরে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে প্রতারক চক্রটি ডিপোজিট অ্যাকাউন্ট খোলে এবং কাজের কিছু নির্দেশনা দেয়। কাজ শেষে টেলিগ্রামে যোগাযোগের চেষ্টা করলে তারা আর মেসেজ সিন করে না। এতে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পেরে গত ৪ মার্চ ডিএমপির পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা করেন ওই ভুক্তভোগী। ওই মামলার সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করে সিআইডি। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত