Ajker Patrika

চকবাজারে আগুন: আশপাশের বহু ভবন ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চকবাজারে আগুন: আশপাশের বহু ভবন ঝুঁকিপূর্ণ

পুরান ঢাকার চকবাজারের দেবীদ্বারঘাট এলাকায় আগুন লাগা পলিথিনের কারখানাসহ আশপাশ এলাকার বহু ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ সোমবার দুপুরে আগুন নিয়ন্ত্রণের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘চকবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করতে এসে দেখি আশপাশের বহু ভবনে যত্রতত্র গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের কারখানা, যা খুবই ঝুঁকিপূর্ণ। একদিকে ঘিঞ্জি এলাকা অন্যদিকে এসব কারখানায় যখন-তখন যেকোনো ঘটনা ঘটে যেতে পারে। পাশাপাশি অনেক ভবনে মানুষ বাসও করছেন। তাদের জন্যই ঝুঁকি তৈরি হতে পারে।’

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুন এখনো পুরোপুরি নির্বাপণ করা যায়নি। তবে অনেকটাই নিয়ন্ত্রণে আছে।

আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না দিতে পারলেও ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুনের সূত্রপাতের নির্দিষ্ট কারণ জানা যায়নি। আমরা আগুন নির্বাপণ শেষে তদন্ত কমিটি গঠন করব। তারপর জানতে পারবো আসলে কীভাবে আগুন লেগেছে।

তবে একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, পাশের ভবনটিতে আগুনের সূত্রপাত হয় এবং সেখান থেকে চারতলা ভবনের নিচতলায় থাকা হোটেলে আগুন লাগে। সেখান থেকে প্রচণ্ড বাতাসে ভবনের চারতলায় প্লাস্টিক কারখানায় ও গোডাউন যে তলায়, সেখানে আগুন লেগে যায়।

এদিন দুপুর ১২টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। এরপর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন। তিনি বলেন, চকবাজার কামালবাগের দেবীদাস ঘাটের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে আগুন একটি রেস্তোরাঁও ছড়িয়ে পড়ে। দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১২টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি খাবার হোটেলের সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লাগে। পরবর্তীতে যা ছড়িয়ে পরে একই ভবনের ওপরের তলায় থাকা পলিথিন কারখানায়। ছুটির দিন থাকায় কোনো ধরনের হতাহত ঘটেনি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি ঘটেছে সে বিষয়ে এখনই নিশ্চিত করতে পারছে না ফায়ার সার্ভিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত