অনলাইন ডেস্ক
রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা-পুলিশ।
গতকাল শনিবার মধ্যরাতে হাজারীবাগের গণকটুলির সিটি কলোনি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারেরা হলেন—সুমিত দাস (২২) ও তৈবুর রহমান রনিত (২২)। তাঁদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে অভিযোগ রয়েছে।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান বলেন, ‘গত ৩০ অক্টোবর একটি ছিনতাইয়ের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।’
হাজারীবাগ থানা-পুলিশ জানিয়েছে, গত ৩০ অক্টোবর রাতে গণকটুলী সিটি কলোনির বৈলখানা গেটের সামনে ছিনতাইয়ের শিকার হন বিপ্লব ইসলাম প্রিন্স। বিপ্লবকে তাঁরা মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর গলার সোনার চেইন ও নগদ টাকাসহ সঙ্গে যা ছিল তা নিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় বিপ্লবের মা বিলকিস বেগম বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন। এ ঘটনায় সুমিত দাস ও তৈবুর রহমান রনিতকে শনিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনেই হাজারীবাগ এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও তাঁদের ১০-১৫ জনের একটি গ্রুপ রয়েছে। তাঁদের গ্রুপের প্রধান ইয়াসিন নামে এক ব্যক্তি। তাঁরা দীর্ঘদিন ধরে হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা-পুলিশ।
গতকাল শনিবার মধ্যরাতে হাজারীবাগের গণকটুলির সিটি কলোনি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারেরা হলেন—সুমিত দাস (২২) ও তৈবুর রহমান রনিত (২২)। তাঁদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে অভিযোগ রয়েছে।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মো. তালেবুর রহমান বলেন, ‘গত ৩০ অক্টোবর একটি ছিনতাইয়ের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এর আগেও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।’
হাজারীবাগ থানা-পুলিশ জানিয়েছে, গত ৩০ অক্টোবর রাতে গণকটুলী সিটি কলোনির বৈলখানা গেটের সামনে ছিনতাইয়ের শিকার হন বিপ্লব ইসলাম প্রিন্স। বিপ্লবকে তাঁরা মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর গলার সোনার চেইন ও নগদ টাকাসহ সঙ্গে যা ছিল তা নিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় বিপ্লবের মা বিলকিস বেগম বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন। এ ঘটনায় সুমিত দাস ও তৈবুর রহমান রনিতকে শনিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনেই হাজারীবাগ এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও তাঁদের ১০-১৫ জনের একটি গ্রুপ রয়েছে। তাঁদের গ্রুপের প্রধান ইয়াসিন নামে এক ব্যক্তি। তাঁরা দীর্ঘদিন ধরে হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
নারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১১০ জন নাগরিক। সোমবার (১২ মে) বিকেলে গণমাধ্যমে এই যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ১১০ জন নাগরিকের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা।
৪২ মিনিট আগেআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ওমর আলীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের মধ্যপাড়া এলাকা থেকে আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১ ঘণ্টা আগেরাজধানীর কমলাপুরের একটি বাসায় আরাফাত (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে সহপাঠীরা জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র আরাফাত।
২ ঘণ্টা আগে