Ajker Patrika

শ্রীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ২

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৫৪
শ্রীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ২

গাজীপুরের শ্রীপুরে কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা করেছেন নিহতের স্বজনেরা। এ ঘটনায় হ্যামস গ্রুপের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার ও সাইট ইঞ্জিনিয়ারসহ তিনজনের নামে দায়িত্ব অবহেলায় প্রাণহানির অভিযোগে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে নিহত নির্মাণশ্রমিক মুকুল চন্দ্র বর্মণের ছেলে ভক্ত চন্দ্র বর্মণ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ঠিকাদার মো. শফিকুল ইসলাম (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মো. জাফর আলীর ছেলে। অপরজন হলেন ইঞ্জিনিয়ার মো. কাইয়ুম উদ্দিন (৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার ফুলহারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মামলার বাদী ভক্ত চন্দ্র বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বুধবার হ্যামস নামের পোশাক কারখানার নতুন ভবনের ছাদ ধসে আমার বাবা চাপা পড়ে মারা যায়। ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নড়বড়ে খুঁটি ব্যবহারের কারণে হঠাৎ ছাদ ধসে পড়ে। তাদের গাফিলতির কারণে আজ বাবা লাশ হয়ে বাড়ি ফিরছে। ন্যায়বিচার পেতে আমি থানায় মামলা করেছি।’

দুর্ঘটনার বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার অন্যতম কারণ হচ্ছে, সাটারিং দুর্বল ছিল। সাটারিং দুর্বল হওয়ার কারণে লোড নিতে না পেরে ছাদ ধসে পড়ে।’ 

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনা একটি মামলা রুজু হয়েছে। গতকাল বুধবার রাতে মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করে, আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি হ্যামস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

উল্লেখ্য, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের হ্যামস নামক একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে। এ সময় আরিফুল ইসলাম (২১) ও মুকুল চন্দ্র বর্মণ নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক নির্মাণশ্রমিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত