Ajker Patrika

প্রতারণার শিকার ৫ কৃষককে জামিন দিয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৪: ৫২
প্রতারণার শিকার ৫ কৃষককে জামিন দিয়েছেন হাইকোর্ট

প্রতারক চক্রের ফাঁদে পড়ে কারাগারে যাওয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটার নওদাবস গ্রামের দিনমজুর বিধবা ফুলমনি রানি, রণজিৎ কুমার, প্রভাস চন্দ্র, কমল চন্দ্র রায় ও নিখিল চন্দ্র বর্মনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ তাদের এক বছরের জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত। 

এর আগে গত ৩ অক্টোবর প্রতারক চক্রের ফাঁদে পড়ে কারাগারে যাওয়া কুড়িগ্রামের ওই পাঁচজনের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন মোহাম্মদ শিশির মনির। জামিন আবেদনে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত