Ajker Patrika

হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা জোবায়েরপন্থীদের

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
রাজধানীর উত্তরায় প্রতিবাদ সভা করেছে ওলামা মাশায়েখ পরিষদ ও ‘তৌহিদী জনতা’। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর উত্তরায় প্রতিবাদ সভা করেছে ওলামা মাশায়েখ পরিষদ ও ‘তৌহিদী জনতা’। ছবি: আজকের পত্রিকা

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সাদপন্থীদের হামলায় জোবায়েরপন্থীদের নিহত হওয়ার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজধানীর উত্তরায় প্রতিবাদ সভা করেছে ওলামা মাশায়েখ পরিষদ ও ‘তৌহিদী জনতা’।

উত্তরার খালপাড়ে আজ শুক্রবার বিকেলে তুরাগ থানা ওলামা মাশায়েখ পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে প্রতিবাদ সভা করা হয়। এতে নেতৃত্ব দেন জামিয়া সুবহানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মহিউদ্দিন মাসুম। সভায় কয়েক শ মুসল্লি উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ইজতেমা মাঠে ঘুমন্ত জোবায়েরপন্থীদের ওপর হামলা চালিয়ে সাদপন্থীরা কয়েকজনকে হত্যা ও শতাধিক মানুষকে আহত করেছে। এ ঘটনায় মামলা হলেও আশানুরূপ কোনো অগ্রগতি নেই। হামলাকারীরা এখনো ইজতেমা মাঠে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পাঁয়তারা করছে।

বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

জোড় ইজতেমাকে কেন্দ্র করে ১৮ ডিসেম্বর তাবলিগ জামাতের বাংলাদেশের কাকরাইলভিত্তিক নেতা মাওলানা জোবায়ের ও ভারতের দিল্লি মারকাজের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। জোবায়েরপন্থীদের অভিযোগ, সাদপন্থীরা গভীর রাতে অতর্কিত ইজতেমা মাঠে তাদের ওপর হামলা চালায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত