Ajker Patrika

১৮০ দিনে নারী ও শিশু নির্যাতন মামলা নিষ্পত্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৮০ দিনে নারী ও শিশু নির্যাতন মামলা নিষ্পত্তির দাবি

বাংলাদেশে নারী নির্যাতনের ঘটনায় মাত্র ৩ শতাংশ ভুক্তভোগী আইনি সহায়তা চেয়ে থাকে। যে সব ঘটনা মামলা পর্যন্ত গড়ায়, তার খুব কমসংখ্যকই বিচারের মুখ দেখে। বিভিন্ন পর্যায়ে এ সব মামলা নষ্ট হয়। প্রথমে নষ্ট হয় পুলিশের তদন্তে। মেডিকেল রিপোর্ট নিয়েও সন্দেহ থাকে। নমুনা সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে দীর্ঘদিন পর যখন ডিএনএ টেস্ট করা হয়, তখন সঠিক রিপোর্ট পাওয়া যায় না। এ সব বাঁধা পেরিয়ে বেশির ভাগ ভুক্তভোগীই সঠিক বিচার পান না। 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী নিরাপত্তা জোট ও আমরাই পারি জোটের এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান বক্তারা। তারা ১৮০ দিনে নারী ও শিশু নির্যাতন মামলা নিষ্পত্তিসহ ৯ দফা দাবি তুলে ধরেন। ‘নিঃশঙ্ক জীবন চাই: নারী নির্যাতনমুক্ত সমাজের অঙ্গীকার চাই’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্যাতন ও হত্যার শিকার কিশোরী মারুফার মা আকলিমা খাতুন। তিনি বলেন, ‘প্রায় ৩ বছর ধরে ১৪ বছরের মেয়ের ধর্ষণ ও হত্যার জন্য বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি। কিন্তু এখনো বিচার পাচ্ছি না। মৃত মেয়ের লাশ পর্যন্ত আমাকে দীর্ঘ সময় দেখতে দেওয়া হয়নি, থানা, পুলিশ, কোর্ট, উকিল এর পেছনে ঘুরতে ঘুরতে আমি নাস্তানাবুদ, নিরাপত্তার ভয়ে আমি এলাকা ছাড়া।’ 

বক্তারা জানান, এ দেশের নারী ঘরে-বাইরে শ্রেণি ধর্ম বর্ণনির্বিশেষে নির্যাতনের শিকার হচ্ছে। এ বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৮৩০টি ধর্ষণ, ৪১১টি পারিবারিক নির্যাতন, ২৫৩ টি পারিবারিক নির্যাতন করে হত্যা, ৭৯টি পারিবারিক নির্যাতনের ফলে আত্মহত্যা এবং ১৪৮টি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। 

আমরাই পারি’র প্রধান নির্বাহী জিনাত আরা হক বলেন, ‘নির্যাতনের শিকার কন্যার বিচার চেয়ে আকলিমা খাতুনের কষ্টকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। নারী নির্যাতন বন্ধে যে দাবি তোলা হচ্ছে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই।’ 

মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী বলেন, ‘আমাদের সমাজে নারীদের নিঃশঙ্ক জীবন নেই। সব সময় তাদের ভয়ের মধ্যে থাকতে হয়। ভয়ের মধ্যে জীবন যাপনও এক ধরনের নির্যাতন। তাই ব্যক্তি থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ের সবাইকে এক হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করতে হবে।’ 

২৫ নভেম্বর শুরু হয়েছে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। এ উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ১৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত