গাজীপুরের শ্রীপুরে আসবাবপত্রসহ এক কৃষকের তিনটি ঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে মারা গেছে বাড়ির পাশে গোয়ালঘরে থাকা গরু, ছাগল ও হাঁসমুরগি। গতকাল সোমবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের কৃষক মোস্তফা কামালের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কৃষক মোস্তফা কামাল বলেন, ‘সন্ধ্যায় গরু-ছাগল ও হাঁসমুরগি গোয়ালঘরে রেখে বাড়ির পাশে দোকানে চলে যাই। এ সময় পাশের ঘরে আমার স্ত্রী ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন এসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ততক্ষণে আমার তিনটি গরু, তিনটি ছাগল ও হাঁসমুরগি পুড়ে মারা যায়। আসবাবপত্রসহ আমার বাড়ির তিনটি কক্ষ পুড়ে গেছে। ঘরে কীভাবে আগুন লাগল বলতে পারছি না।’
মোস্তফা কামাল আরও বলেন, সম্প্রতি গরু চুরি বেড়ে গেছে। যে কারণে গোয়ালঘর তালাবদ্ধ করে দোকানে গিয়েছিলেন।
প্রতিবেশী আক্তার হোসেন বলেন, কৃষক মোস্তফা কামাল খুবই কষ্ট করে সংসার চালান। গবাদিপশু হাঁসমুরগি পালন করেন নিয়মিত। অন্যের জমি থেকে পশুখাদ্য সংগ্রহ করেন সারা দিন। তাঁর স্বপ্ন নিমেষেই পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলেও আগুন নেভানো সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সব পুড়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কৃষকের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। সরেজমিন পরিদর্শনে যাব। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।’
গাজীপুরের শ্রীপুরে আসবাবপত্রসহ এক কৃষকের তিনটি ঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে মারা গেছে বাড়ির পাশে গোয়ালঘরে থাকা গরু, ছাগল ও হাঁসমুরগি। গতকাল সোমবার রাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের কৃষক মোস্তফা কামালের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কৃষক মোস্তফা কামাল বলেন, ‘সন্ধ্যায় গরু-ছাগল ও হাঁসমুরগি গোয়ালঘরে রেখে বাড়ির পাশে দোকানে চলে যাই। এ সময় পাশের ঘরে আমার স্ত্রী ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন এসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ততক্ষণে আমার তিনটি গরু, তিনটি ছাগল ও হাঁসমুরগি পুড়ে মারা যায়। আসবাবপত্রসহ আমার বাড়ির তিনটি কক্ষ পুড়ে গেছে। ঘরে কীভাবে আগুন লাগল বলতে পারছি না।’
মোস্তফা কামাল আরও বলেন, সম্প্রতি গরু চুরি বেড়ে গেছে। যে কারণে গোয়ালঘর তালাবদ্ধ করে দোকানে গিয়েছিলেন।
প্রতিবেশী আক্তার হোসেন বলেন, কৃষক মোস্তফা কামাল খুবই কষ্ট করে সংসার চালান। গবাদিপশু হাঁসমুরগি পালন করেন নিয়মিত। অন্যের জমি থেকে পশুখাদ্য সংগ্রহ করেন সারা দিন। তাঁর স্বপ্ন নিমেষেই পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলেও আগুন নেভানো সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সব পুড়ে যায়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কৃষকের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। সরেজমিন পরিদর্শনে যাব। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।’
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
৯ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
১১ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা লিখুন। মন খুলে লিখুন। আমরা কোনো কলম ভেঙে দিইনি, কোনো প্রেসে তালা দিইনি। কোনো গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করা হলে সেই গণমাধ্যম অফিসের সামনে প্রতিবাদ করুন।’ তবে আওয়ামী লীগ আমলে গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে প্রতিবেদন দেওয়ার জন্য..
১ ঘণ্টা আগেহবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর দিনে হামলার পর রাতে তাঁর বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টিকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে