নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সকাল থেকেই তেমন গণপরিবহন চলাচল করেনি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আজ শনিবার সকালে রাজধানীর মগবাজার, কাকরাইল, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, শ্যামলী, ধানমন্ডি প্রভৃতি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের মহাসমাবেশকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সকালে ফার্মগেট মোড়ে একাধিক বিআরটিসি বাস দেখা গেলেও অন্যান্য এলাকায় তা দেখা যায়নি। অন্য এলাকাগুলোতে হাতে গোনা দু-একটি বেসরকারি কোম্পানির বাস দেখা গেছে। তবে এ সময় সিএনজি অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলতে দেখা গেছে। তবে তা-ও অন্য দিনের তুলনায় কম।
তেজগাঁও মোড়ে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আসিফ মাহমুদের সঙ্গে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘কী আজব দেশ! মহাসমাবেশকে কেন্দ্র করে সব গণপরিবহন উধাও। এমন যদি হবেই, তাহলে অফিস বন্ধ করা উচিত ছিল।’
একই সুরে কথা বললেন মালিবাগ মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকা সেতু খন্দকার। তিনি বলেন, ‘জরুরি কাজে বাড্ডায় যাব, কিন্তু বাস পাচ্ছি না।’
গণপরিবহনচালকেরা বলছেন, ‘মূলত নাশকতার শঙ্কা থেকেই সড়কে গণপরিবহন নিয়ে বের হচ্ছেন না তাঁরা। রাইদা বাসের এক বাসচালক জানান, নাশকতা হলে বাসের ক্ষতির শঙ্কায় ইচ্ছে করেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’
এদিকে রাজধানীর ব্যস্ততম একাধিক সড়কে চিরচেনা যানজট আজ চোখে পড়েনি। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে সকাল থেকেই তেমন গণপরিবহন চলাচল করেনি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আজ শনিবার সকালে রাজধানীর মগবাজার, কাকরাইল, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, শ্যামলী, ধানমন্ডি প্রভৃতি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের মহাসমাবেশকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সকালে ফার্মগেট মোড়ে একাধিক বিআরটিসি বাস দেখা গেলেও অন্যান্য এলাকায় তা দেখা যায়নি। অন্য এলাকাগুলোতে হাতে গোনা দু-একটি বেসরকারি কোম্পানির বাস দেখা গেছে। তবে এ সময় সিএনজি অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলতে দেখা গেছে। তবে তা-ও অন্য দিনের তুলনায় কম।
তেজগাঁও মোড়ে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আসিফ মাহমুদের সঙ্গে। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘কী আজব দেশ! মহাসমাবেশকে কেন্দ্র করে সব গণপরিবহন উধাও। এমন যদি হবেই, তাহলে অফিস বন্ধ করা উচিত ছিল।’
একই সুরে কথা বললেন মালিবাগ মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকা সেতু খন্দকার। তিনি বলেন, ‘জরুরি কাজে বাড্ডায় যাব, কিন্তু বাস পাচ্ছি না।’
গণপরিবহনচালকেরা বলছেন, ‘মূলত নাশকতার শঙ্কা থেকেই সড়কে গণপরিবহন নিয়ে বের হচ্ছেন না তাঁরা। রাইদা বাসের এক বাসচালক জানান, নাশকতা হলে বাসের ক্ষতির শঙ্কায় ইচ্ছে করেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’
এদিকে রাজধানীর ব্যস্ততম একাধিক সড়কে চিরচেনা যানজট আজ চোখে পড়েনি। তবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
১ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
১ ঘণ্টা আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগেইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) যোগ দিতে আসা বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থি প্রকৌশলীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে