দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে বাবা হোসেন মুন্সীর মৃত্যুর ৪২ দিন পর ট্রাকচাপায় ছেলে ফারুক মুন্সী (৩০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ গোমতী ব্রিজের পাশে ভিংলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক মুন্সী পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৯টার দিকে ফারুক মুন্সী দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুলের মদিনা বেকারি থেকে ভ্যানে বেকারি খাদ্যপণ্য নিয়ে যাওয়ার সময় কোম্পানীগঞ্জ ব্রিজের কাছে যানজটে আটকে পড়েন। এ সময় হঠাৎ করে ভ্যানের সামনে থাকা একটি ট্রাক পেছনের দিকে সরে আসে এবং ফারুক মুন্সীকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের ছোট ভাই রাসেল মুন্সী বলেন, ‘৪২ দিন আগে আমাদের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের হাল ধরেন বড় ভাই। কিন্তু তিনিও আজ চলে গেলেন। এখন আমাদের গোটা পরিবার অভিভাবকহীন হয়ে পড়েছে।’
মদিনা বেকারির মালিক মো. ইব্রাহীম মিয়া বলেন, ‘ফারুক মুন্সী চার-পাঁচ বছর ধরে আমাদের বেকারিতে কাজ করছেন। তিনি শতকরা ৭ টাকা কমিশনে বিভিন্ন মার্কেটে বেকারি পণ্য পৌঁছে দিতেন। এতে তাঁর প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় হতো। প্রতিদিনের মতো গতকাল সকালেও দোকান থেকে বেকারির মালামাল নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর এলাকায় যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হন তিনি।’
এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, মরদেহ পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করে রাখা হয়। তবে মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কুমিল্লার দেবিদ্বারে বাবা হোসেন মুন্সীর মৃত্যুর ৪২ দিন পর ট্রাকচাপায় ছেলে ফারুক মুন্সী (৩০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ গোমতী ব্রিজের পাশে ভিংলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক মুন্সী পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ৯টার দিকে ফারুক মুন্সী দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুলের মদিনা বেকারি থেকে ভ্যানে বেকারি খাদ্যপণ্য নিয়ে যাওয়ার সময় কোম্পানীগঞ্জ ব্রিজের কাছে যানজটে আটকে পড়েন। এ সময় হঠাৎ করে ভ্যানের সামনে থাকা একটি ট্রাক পেছনের দিকে সরে আসে এবং ফারুক মুন্সীকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের ছোট ভাই রাসেল মুন্সী বলেন, ‘৪২ দিন আগে আমাদের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরিবারের হাল ধরেন বড় ভাই। কিন্তু তিনিও আজ চলে গেলেন। এখন আমাদের গোটা পরিবার অভিভাবকহীন হয়ে পড়েছে।’
মদিনা বেকারির মালিক মো. ইব্রাহীম মিয়া বলেন, ‘ফারুক মুন্সী চার-পাঁচ বছর ধরে আমাদের বেকারিতে কাজ করছেন। তিনি শতকরা ৭ টাকা কমিশনে বিভিন্ন মার্কেটে বেকারি পণ্য পৌঁছে দিতেন। এতে তাঁর প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় হতো। প্রতিদিনের মতো গতকাল সকালেও দোকান থেকে বেকারির মালামাল নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর এলাকায় যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হন তিনি।’
এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, মরদেহ পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করে রাখা হয়। তবে মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর ৮৯টি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ। তবে এসব মণ্ডপে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৩৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশা খালে পড়ে অভয় দাস (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। এটির শরীরের পুরো চামড়া উঠে গেছে। আজ রোববার সকালে সৈকতের গঙ্গামতি এলাকায় মৃত ডলফিনটি দেখতে পান ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য মো. জামাল। পরে বন বিভাগ ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা মাটিচাপা
৩৯ মিনিট আগেটাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে যাওয়ার ঘটনায় বিকল্প পদ্ধতিতে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ পুনরায় চালু করা হয়েছে। আজ রোববার সন্ধ্যার পর এ কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে