চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। তিনি মামলা তুলতে রাজি না হওয়ায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের গ্রামছাড়া করেছে তারা।
আজ বৃহস্পতিবার অজ্ঞাতনামা স্থান থেকে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর দক্ষিণপাড়ার শওকত, মো. সোলেমান, মো. সোহেল, কবির হোসেন ও খলিল মিয়ার বিরুদ্ধে গত ১১ এপ্রিল চৌদ্দগ্রাম থানায় মামলা করেন তিনি। তাঁদের বিরুদ্ধে তিনি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগে আনেন। এরপর থেকে বিবাদীরা তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য একাধিকবার হুমকি ও চাপ দিচ্ছেন। তিনি মামলা তুলে নিতে রাজি না হওয়ায় মাদক কারবারিরা তাঁকে ও তাঁর স্ত্রী স্বপ্না বেগমসহ পরিবারের চার সদস্যকে গ্রামছাড়া করেছেন।
সাবেক ইউপি সদস্য তাঁর মামলায় উল্লেখ করেন, বিবাদীরা চিহ্নিত মাদক কারবারি। তাঁর বসতঘরটি রাস্তার পাশে হওয়ায় রাতের বেলায় বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক কারবারিদের মাদক পাচারে বৈদ্যুতিক লাইটের কারণে সমস্যা হয়। এতে তাঁরা তাঁর স্ত্রী স্বপ্না বেগমকে রাতের বেলা বৈদ্যুতিক লাইট জ্বালাতে নিষেধ করেন। স্বপ্না বেগম তাতে রাজি না হলে গত ২ এপ্রিল রাতে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে গত ৮ এপ্রিল রাতে তাঁর বসতঘরটি জ্বালিয়ে দেয়। এ ঘটনায় তিনি পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গুলজার আলম আজ দুপুরে বলেন, ‘সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বসতঘরটি মাদক কারবারিরা জ্বালিয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গেছে। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ছাড়া মামলার বাদী আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করেছি।’
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা করে গ্রামছাড়া হয়েছে সাবেক এক ইউপি সদস্যের পরিবার। আব্দুর রাজ্জাক নামের সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি গোলপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, পাঁচ মাদক কারবারি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। এ কারণে তিনি মামলা করলে আসামিরা তাঁকে মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। তিনি মামলা তুলতে রাজি না হওয়ায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের গ্রামছাড়া করেছে তারা।
আজ বৃহস্পতিবার অজ্ঞাতনামা স্থান থেকে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর দক্ষিণপাড়ার শওকত, মো. সোলেমান, মো. সোহেল, কবির হোসেন ও খলিল মিয়ার বিরুদ্ধে গত ১১ এপ্রিল চৌদ্দগ্রাম থানায় মামলা করেন তিনি। তাঁদের বিরুদ্ধে তিনি তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগে আনেন। এরপর থেকে বিবাদীরা তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য একাধিকবার হুমকি ও চাপ দিচ্ছেন। তিনি মামলা তুলে নিতে রাজি না হওয়ায় মাদক কারবারিরা তাঁকে ও তাঁর স্ত্রী স্বপ্না বেগমসহ পরিবারের চার সদস্যকে গ্রামছাড়া করেছেন।
সাবেক ইউপি সদস্য তাঁর মামলায় উল্লেখ করেন, বিবাদীরা চিহ্নিত মাদক কারবারি। তাঁর বসতঘরটি রাস্তার পাশে হওয়ায় রাতের বেলায় বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক কারবারিদের মাদক পাচারে বৈদ্যুতিক লাইটের কারণে সমস্যা হয়। এতে তাঁরা তাঁর স্ত্রী স্বপ্না বেগমকে রাতের বেলা বৈদ্যুতিক লাইট জ্বালাতে নিষেধ করেন। স্বপ্না বেগম তাতে রাজি না হলে গত ২ এপ্রিল রাতে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে গত ৮ এপ্রিল রাতে তাঁর বসতঘরটি জ্বালিয়ে দেয়। এ ঘটনায় তিনি পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গুলজার আলম আজ দুপুরে বলেন, ‘সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের বসতঘরটি মাদক কারবারিরা জ্বালিয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গেছে। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ছাড়া মামলার বাদী আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যবস্থা করেছি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চবি শাখা। এতে সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব ও সহসাধারণ সম্পাদক (এজিএস) সাজ্জাদ হোসেন মুন্নার নাম ঘোষণা
১৪ মিনিট আগেআওয়ামী লীগ নেতা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তাঁর স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালতে দুদক চট্টগ্রাম কার্যালয়ের পক্ষ থেকে এ আবেদন
২৩ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় মাইনুল ইসলাম (৩২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। জামায়াতে ইসলামীর যুব কমিটির নেতা দাবি করে তাঁকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন সংগঠনটির এক নেতা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর...
১ ঘণ্টা আগেপ্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আরও একটি প্রতারণার মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে