Ajker Patrika

কুমিল্লার সবজি বাজার: খাজনা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

 কুমিল্লা প্রতিনিধি 
নিমসার বাজারে জেলা প্রশাসনের টাস্কফোর্সের অভিযান। ছবি: আজকের পত্রিকা
নিমসার বাজারে জেলা প্রশাসনের টাস্কফোর্সের অভিযান। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার নিমসার বাজারে সবজি ব্যবসায়ীদের সব রকম খাজনা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। আজ রোববার সকালে ওই বাজারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের টাস্কফোর্স এই নির্দেশনা দেয়। হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও এই বাজারে খাজনা আদায় করা হচ্ছিল।

দেশের অন্যতম বৃহৎ সবজির মোকাম কুমিল্লার নিমসার বাজার। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে আসে সবজি। স্থানীয় কৃষকেরাও এই বাজারকে উপলক্ষ করে মৌসুমি সবজির আবাদ করে থাকেন। রাতভর চলা বাজার শেষ হয় সকালে। ভোর থেকে খুচরা ব্যবসায়ীরা সবজি নিয়ে ছোটেন বাজার থেকে।

খুচরা বাজারে সবজির চড়া মূল্য। কিন্তু নিমসার পাইাকারি বাজারে এই দাম প্রায় অর্ধেক। খাজনা, পরিবহন খরচ আর নানারকম চাঁদা দেওয়ার পর মাঠের সবজি কয়েক হাত বদল হয়ে চড়া মূল্যে বিক্রি হয় ভোক্তাদের কাছে। খুচরা বাজারে ৩০০ থেকে ৪০০ টাকা দরে মরিচ নিমসার বাজারে বিক্রি হয় ১৪০ টাকায়।

বিক্রেতারা জানান, হাইকোর্ট বাজারের ইজারা বাতিল করলেও প্রতিদিনই খাজনা আদায় চলে এখানে। কেউ কেউ অভিযোগ করেন, অভিযান শেষে টাস্কফোর্স কর্মকর্তারা চলে যাওয়ার পর খাজনা আদায়কারীরা আবারও তৎপর হয়ে ওঠেন।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, প্রশাসনের কাছে খবর আসে নিমসার পাইকারি সবজি বাজারের ইজারা বন্ধ থাকার পরও অতিরিক্ত হারে খাজনা আদায় করছে একটি চক্র। ফলে অতিরিক্ত খাজনা দেওয়ার পর সবজির দাম অনেক বেড়ে যায়। বিষয়টি তদারকি করতে জেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযানে গিয়ে মাইকিং করে ব্যবসায়ীদের খাজনা না দিতে বলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা মতিন আজকের পত্রিকাকে বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আজ রোববার সকালে নিমসার বাজারে অভিযান চালানো হয়। এ সময় কোনোরকম খাজনা দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়। বাড়তি খাজনার প্রভাবে খুচরা বাজারে দাম বাড়ছে। তাই দাম সহনীয় করতেই এই অভিযান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

মাঝ আকাশে হাত ভাঙল বিমানের কেবিন ক্রুর, অঙ্গহানির আশঙ্কা

এরদোয়ানকে খলিফা উমর (রা.)-এর সঙ্গে খ্রিষ্টানদের চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিলেন জেরুজালেমের পাদরি

আ.লীগের মিছিল না ঠেকিয়ে খাওয়াদাওয়া, তিন পুলিশ কর্মকর্তা ক্লোজড

রাজশাহীতে পিস্তল হাতে ভাইরাল ছাত্রলীগ নেতা, পুলিশের দাবি—নজরে আসেনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত