কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থী পদে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হন সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, তাঁর ওপর হামলার ঘটনাটি সাজানো। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
আজ শনিবার বিকেলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে মনোনয়নপ্রত্যাশীকে মারধরের ঘটনা ঘটানো হয়।
এর আগে, গতকাল শুক্রবার রাত থেকে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পাঁচজনকে আটক করে।
তাঁরা হলেন কুমিল্লা নগরের ছোটরা মফিজাবাদ কলোনি এলাকার বাসিন্দা মো. সুমন, মো. সবির, মো. সবুজ, ইকবাল হোসেন ও মাসুদ রানা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল কুমিল্লা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন গোলাম সারোয়ার নামের এক ব্যক্তি। তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গোলাম সারোয়ারকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তিনি মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের বাসিন্দা এবং সরশপুর ইউপির সাবেক চেয়ারম্যান।
পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘হামলার ঘটনাটি পরিকল্পিত। নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খল করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক পাঁচ ব্যক্তিকে দিয়ে এই ঘটনা ঘটান গোলাম সারোয়ার। তাঁকে মারধরের ভিডিওটি ফেসবুকেও ভাইরাল করা হয়। ভিডিও ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে কুমিল্লা নগরী থেকে আটক করে পুলিশ। তাঁরা জিজ্ঞাসাবাদে পরিকল্পনার কথা স্বীকার করেছেন। গোলাম সারোয়ারসহ জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।’
এ বিষয়ে জানতে গোলাম সারোয়ার মজুমদারের মোবাইল ফোনে কল দিলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, সদর সার্কেল মো. কামরান হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়াসহ অন্যরা।
কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থী পদে মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হন সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, তাঁর ওপর হামলার ঘটনাটি সাজানো। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
আজ শনিবার বিকেলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে মনোনয়নপ্রত্যাশীকে মারধরের ঘটনা ঘটানো হয়।
এর আগে, গতকাল শুক্রবার রাত থেকে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পাঁচজনকে আটক করে।
তাঁরা হলেন কুমিল্লা নগরের ছোটরা মফিজাবাদ কলোনি এলাকার বাসিন্দা মো. সুমন, মো. সবির, মো. সবুজ, ইকবাল হোসেন ও মাসুদ রানা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল কুমিল্লা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন গোলাম সারোয়ার নামের এক ব্যক্তি। তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গোলাম সারোয়ারকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তিনি মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের বাসিন্দা এবং সরশপুর ইউপির সাবেক চেয়ারম্যান।
পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘হামলার ঘটনাটি পরিকল্পিত। নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খল করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক পাঁচ ব্যক্তিকে দিয়ে এই ঘটনা ঘটান গোলাম সারোয়ার। তাঁকে মারধরের ভিডিওটি ফেসবুকেও ভাইরাল করা হয়। ভিডিও ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে কুমিল্লা নগরী থেকে আটক করে পুলিশ। তাঁরা জিজ্ঞাসাবাদে পরিকল্পনার কথা স্বীকার করেছেন। গোলাম সারোয়ারসহ জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।’
এ বিষয়ে জানতে গোলাম সারোয়ার মজুমদারের মোবাইল ফোনে কল দিলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, সদর সার্কেল মো. কামরান হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়াসহ অন্যরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক বাছাইয়ে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস)সহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে প্রাথমিক প্রার্থী তালিকায় হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন ছেলেসহ বিজয়ী হয়েছেন ২২ জন।
২ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ফোরামের পক্ষ থেকে আগামীকাল সোমবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক
৩ ঘণ্টা আগেস্বামী বাবুল মিয়ার ঋণের বোঝার জন্য দীর্ঘদিন ধরে দাম্পত্যকলহ লেগেছিল স্ত্রী বীথি আক্তার বিলকিসের সঙ্গে। সেই কলহ থেকে মুক্তি পেতে বাবুল মিয়া স্ত্রীকে হত্যা করেন। পরিকল্পনা অনুযায়ী ভাড়া করা তিন বন্ধুকে নিয়ে বিলকিসকে শ্বাসরোধে হত্যার পর রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরের কাশবনে মরদেহ ফেলে রাখেন...
৪ ঘণ্টা আগেফুলবাড়ীতে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। পরে স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
৪ ঘণ্টা আগে