বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলায় একদল কিশোরের সঙ্গে বাগ্বিতণ্ডার পর এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এসেছে।
নিহত রায়হান খান (১৪) রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামের সৌদিপ্রবাসী গিয়াস খানের ছেলে। সে শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
একই গ্রামে গতকাল রোববারের এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানিয়েছেন।
রায়হানের দাদা তোফাজ্জল হোসেন লিটন খান জানান, রোববার দুপুরে রায়হান সহপাঠীদের সঙ্গে বাড়ির অদূরে সেচ পাম্পে গোসল করতে যায়। সেখানে দুটি মোটরসাইকেলে চেপে ৪ কিশোর-কিশোরী আসে। তাঁদের আচরণ নিয়ে রায়হানের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। তাঁরা চলে গেলে রায়হানও গোসল সেরে বাড়ি ফিরে আসে।
আজকের পত্রিকাকে তিনি বলেন, আধা ঘণ্টা পর স্থানীয় এক যুবক বিষয়টি সমাধান করার কথা বলে বাড়ির কাছ থেকে রায়হানকে ডেকে নেয়। রায়হান বের হলে ওই কিশোররা দলবলসহ রায়হানের ওপর হামলা চালায়। এতে তার ঘাড় ও বুকের হাড় ভেঙে যায়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অ্যাম্বুলেন্সেই রায়হানের মৃত্যু হয় বলে ধারণা করেন ওই সময় অ্যাম্বুলেন্সে উপস্থিত লিটন খানসহ অন্যরা।
ওসি মারুফ আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্ত শেষে রায়হানের মরদেহ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় রায়হানের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
কুমিল্লার বুড়িচং উপজেলায় একদল কিশোরের সঙ্গে বাগ্বিতণ্ডার পর এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এসেছে।
নিহত রায়হান খান (১৪) রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামের সৌদিপ্রবাসী গিয়াস খানের ছেলে। সে শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
একই গ্রামে গতকাল রোববারের এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানিয়েছেন।
রায়হানের দাদা তোফাজ্জল হোসেন লিটন খান জানান, রোববার দুপুরে রায়হান সহপাঠীদের সঙ্গে বাড়ির অদূরে সেচ পাম্পে গোসল করতে যায়। সেখানে দুটি মোটরসাইকেলে চেপে ৪ কিশোর-কিশোরী আসে। তাঁদের আচরণ নিয়ে রায়হানের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। তাঁরা চলে গেলে রায়হানও গোসল সেরে বাড়ি ফিরে আসে।
আজকের পত্রিকাকে তিনি বলেন, আধা ঘণ্টা পর স্থানীয় এক যুবক বিষয়টি সমাধান করার কথা বলে বাড়ির কাছ থেকে রায়হানকে ডেকে নেয়। রায়হান বের হলে ওই কিশোররা দলবলসহ রায়হানের ওপর হামলা চালায়। এতে তার ঘাড় ও বুকের হাড় ভেঙে যায়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অ্যাম্বুলেন্সেই রায়হানের মৃত্যু হয় বলে ধারণা করেন ওই সময় অ্যাম্বুলেন্সে উপস্থিত লিটন খানসহ অন্যরা।
ওসি মারুফ আজকের পত্রিকাকে বলেন, ‘ময়নাতদন্ত শেষে রায়হানের মরদেহ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় রায়হানের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই সঙ্গে গলায় রশি পেঁচিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে...
১২ মিনিট আগেসোমবার মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের চিকিৎসা চলছে।
৩৫ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
৬ ঘণ্টা আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
৭ ঘণ্টা আগে